
শাহাবউদ্দিন আহমেদ আখাউড়া প্রতিবেদক: টানা বর্ষণ আর ভারতের ত্রিপুরা রাজ্য থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় হঠাৎ করে সৃষ্টি হয়েছে বন্যা পরিস্থিতি। দ্বিতীয় দিনের মতো ভারী বর্ষণ ও উজানের ঢল অব্যাহত থাকায় সোমবার (২ জুন) সকাল থেকে নতুন নতুন গ্রাম প্লাবিত হচ্ছে।
আখাউড়া উপজেলার সীমান্তঘেঁষা মোগড়া, মনিয়ন্দ ও দক্ষিণ আখাউড়া ইউনিয়নের অন্তত ১৯টি গ্রাম এখন পানিতে নিমজ্জিত। এ পর্যন্ত প্রায় ৪৫০টি পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ত্রিপুরার পাহাড়ি ঢলের পানি বঙ্গেরচর এলাকা দিয়ে প্রবেশ করছে আখাউড়ায়। ফলে আশপাশের খাল-বিল উপচে পড়েছে। তবে আখাউড়া স্থলবন্দরের বাণিজ্যিক কার্যক্রম ও আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার এখনো স্বাভাবিক রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মনজুর রহমান জানান, ভারতের হাওরা নদীর পানি বিপৎসীমার ৫২ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছে এবং সেই পানি বাংলাদেশে প্রবেশ করছে। তবে ইটনা-কর্নেল বাজার বাঁধগুলো এখনও সুরক্ষিত রয়েছে।
আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিএম রাশেদুল ইসলাম বলেন, বন্যার কারণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য ১১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এর মধ্যে ৫০টি পরিবারকে ইতোমধ্যে আশ্রয়কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে এবং তাদের মাঝে শুকনো খাবার বিতরণ অব্যাহত আছে।
এদিকে, আখাউড়া স্থলবন্দরের মৎস্য রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ফারুক মিয়া জানান, বন্যা পরিস্থিতির কারণে এখন পর্যন্ত রপ্তানি কার্যক্রমে কোনো প্রভাব পড়েনি।
স্থানীয়দের আশঙ্কা, আগামী দু’একদিন এমন লাগাতার বৃষ্টি হলে পানি আরও বাড়বে এতে করে ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়তে পারে।
মন্তব্য লিখুন
আরও খবর
কল্লা শহীদ (রঃ) মাজারে বার্ষিক ওরশ, নিরাপত্তায় সেনা-বিজিবি।
কল্লা শহীদ (রঃ) মাজারে বার্ষিক ওরশ,...
অধ্যক্ষ শাহজাহান ভূঁইয়াকে ফুলেল শুভেচ্ছা জানালেন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ
অধ্যক্ষ শাহজাহান ভূঁইয়াকে ফুলেল শুভেচ্ছা জানালেন...
ময়নামতির দুই শিক্ষক পুনর্বহাল, অধ্যক্ষ ফেরত দেবেন আদায়কৃত...
ময়নামতির দুই শিক্ষক পুনর্বহাল, অধ্যক্ষ ফেরত...
আখাউড়া ব্লাড ফাউন্ডেশন এর ২য় প্রতিষ্ঠা বার্ষিকী ২০২৫...
আখাউড়া ব্লাড ফাউন্ডেশন এর ২য় প্রতিষ্ঠা...
ঝাকুনিপাড়া বয়েজ ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচী ২০২৫ অনুষ্ঠিত
ঝাকুনিপাড়া বয়েজ ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচী ২০২৫...
গোপালগঞ্জে এনসিপির সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান তুলে সংঘবদ্ধ...
গোপালগঞ্জে এনসিপির সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান...