
শাহাবউদ্দিন আহমেদ, আখাউড়া প্রতিবেদক: রক্তদান হোক আপনার জীবনের শ্রেষ্ঠ উপহার, এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় (আখাউড়া ব্লাড ফাউন্ডেশন) নামের একটি অরাজনৈতিক সমাজ কল্যাণমূলক রক্তদাতা স্বেচ্ছাসেবী সংগঠনের এর দুই বৎসর পূর্তি উপলক্ষে স্বেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। ১৯জুন শনিবার ১০টা হইতে শুরু করে চলে দিনব্যাপী।
আখাউড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ হলরুমে এ অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিএম রাশেদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. লুৎফর রহমান, আখাউড়া থানার ওসি মোহাম্মদ ছমিউদ্দিন, ডাঃ এএইচ মামুন ভূইয়া,
সংগঠনের উপদেষ্টা হারুনুর রশিদের সভাপতিত্বে: অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন আখাউড়া ব্লাড ফাউন্ডেশনের উপদেষ্টা: মোহাম্মদ শাহাবুদ্দিন আহমেদ, সাংবাদিক ও সাংগঠনিক সম্পাদক
(বিএমএসএফ) আখাউড়া উপজেলা শাখা,
তিনি তার বক্তব্যের শুরুতে উপস্থিত অতিথিবৃন্দের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা জানিয়ে,, স্বাস্থ্য খাতে কয়েকটি দাবির কথা তুলে ধরেন।
উত্থাপিত দাবী সমূহের মধ্যে উল্লেখযোগ্য হল,,,
১/আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলমান যাবতীয় সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা।
২/একটি স্থায়ী ব্লাড ব্যাংক প্রতিষ্ঠা করা।
৩/স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি ভিত্তিতে সিজারিয়ান অপারেশন চালুর ব্যবস্থা গ্রহণ করা।
৪/গরিব ও অসহায় রোগীদের জন্য বিশেষ শ্রেণিভুক্ত উন্নত চিকিৎসা সেবা প্রদান করা।
৫/ কম খরচে আল্ট্রাসনোগ্রাম, এক্স-রে, ইসিজি ও ছোটখাটো অপারেশনের ব্যবস্থা
৬/পূর্ণাঙ্গ ব্লাড টেস্ট ও অন্যান্য পরীক্ষার সুব্যবস্থা গ্রহণ করা ইত্যাদি।
এই দাবিগুলোর একটি লিখিত স্মারকলিপি আজকের অনুষ্ঠানে উপস্থিত মাননীয় প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার ও আমন্ত্রিত অতিথিদের হাতে তুলে দেওয়া হয়।
এসময় আখাউড়া ব্লাড ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয় বিগত দুই বছরে এ পর্যন্ত প্রায় ১৪০০ এরও বেশি রোগীকে রক্তদিয়ে সহযোগিতা করেছে আখাউড়া ব্লাড ফাউন্ডেশন। তিন মাস পরপর ফ্রি ব্লাড ক্যাম্পিনের ব্যবস্থা করা হয়েছে। কয়েক শতাধিক অসহায় অসুস্থ রোগীর চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। প্রতিবছর শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। প্রতিবছর রমজান মাসে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। বন্যা দুর্গতদের মাঝে শুকনো খাবার এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে। শুধু তাই নয় গরিব অসহায় ও পথচারীদের এবং মাদ্রাসায় পড়ুয়া এতিম ছাত্র-ছাত্রীদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে,, এছাড়াও এই সংগঠনটি বিভিন্ন মানবিক কাজে জড়িত রয়েছে।
কে এম ফকরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ রবিন, আরো বক্তব্য রাখেন বিভিন্ন জেলা উপজেলা শহর থেকে আগত রক্তদাতা সংগঠনের প্রতিনিধিরা, ডাক্তার মোহাম্মদ লুৎফুর রহমান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আখাউড়া, জনাব আসাদুজ্জামান খান বাংলাদেশ ইসলামী ব্যাংক কর্মকর্তা। এছাড়াও বক্তব্য রাখেন অত্র সংগঠনের নারী মডারেটর (কাজী ইতু।
এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন,,,অত্র সংগঠনের সদস্য, মোঃ বিল্লাল হোসেন, ছাত্রনেতা মোঃ আশরাফুল সরকার, আতিক হাসান পলাশ, মোহাম্মদ আরাফাত সরকার, হৃদয়, তুহিন, অমিত হাসান অপু, ইয়ামিন মিয়া প্রমুখ এবং বিভিন্ন সামাজিক ও সংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ,। এছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ সুশীল সমাজের প্রতিনিধিরাসহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ ।
প্রধান অতিথির বক্তব্যে আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার (জি এম রাশেদুল ইসলাম) বলেন আমি এই সংগঠনের আয়োজক এবং উপদেষ্টা মন্ডলীর সদস্য স্বেচ্ছাসেবী ভাই-বোনসহ এই কাজে সংশ্লিষ্ট সকলের প্রশংসা করে ধন্যবাদ জানান। তিনি আরো বলেন আমি আপনাদের সংগঠনের সার্বিক সফলতা কামনা করছি এবং আপনাদের উত্থাপিত দাবি সমূহ নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে দ্রুত ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করব।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (মোহাম্মদ ছমি উদ্দিন) এই সংগঠনের সকল উপদেষ্টা ও স্বেচ্ছাসেবী সদস্যদের প্রশংসা করে সংগঠনের পাশে থেকে সাধ্যমত সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করে সংগঠনের সার্বিক সফলতা কামনা করেন।
অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে অবদান রাখায় অতিথি এবং অত্র সংগঠনের সদস্যদের মাঝে ক্রেস্ট ও সম্মাননা স্মারক প্রধান করা হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের বক্তব্যে এই সংগঠনটির সদস্যদের সার্বিক কার্যক্রমের প্রশংসা ভরে উঠে অনুষ্ঠান, সবশেষে উপস্থিত সকলের মাঝে সংগঠনের পক্ষ থেকে খাবার বিতরণ করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
অধ্যক্ষ শাহজাহান ভূঁইয়াকে ফুলেল শুভেচ্ছা জানালেন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ
অধ্যক্ষ শাহজাহান ভূঁইয়াকে ফুলেল শুভেচ্ছা জানালেন...
ময়নামতির দুই শিক্ষক পুনর্বহাল, অধ্যক্ষ ফেরত দেবেন আদায়কৃত...
ময়নামতির দুই শিক্ষক পুনর্বহাল, অধ্যক্ষ ফেরত...
ঝাকুনিপাড়া বয়েজ ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচী ২০২৫ অনুষ্ঠিত
ঝাকুনিপাড়া বয়েজ ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচী ২০২৫...
গোপালগঞ্জে এনসিপির সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান তুলে সংঘবদ্ধ...
গোপালগঞ্জে এনসিপির সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান...
গোপালগঞ্জে উত্তেজনা! পুলিশের গাড়িতে আগুন, হামলা-ভাঙচুর
গোপালগঞ্জে উত্তেজনা! পুলিশের গাড়িতে আগুন, হামলা-ভাঙচুর
ময়নামতি উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতিকে...
ময়নামতি উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক...