• জাতীয়
  • আগামী ৫ দিনের তাপমাত্রা সম্পর্কে পূর্বাভাস দিল আবহাওয়া অফিস

আগামী ৫ দিনের তাপমাত্রা সম্পর্কে পূর্বাভাস দিল আবহাওয়া অফিস

৬:৪৪ পূর্বাহ্ণ , ৬ ডিসেম্বর ২০২৫

সীমান্ত টিভি নিউজ ডেস্ক: সারা দেশে আগামী পাঁচ দিনের তাপমাত্রা কেমন থাকবে, সে বিষয়ে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানায়, এই সময়ের মধ্যে চার দিন রাত ও দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে এবং এক দিন তাপমাত্রা সামান্য বাড়তে পারে। পুরো সময়জুড়ে দেশের বিভিন্ন এলাকায় কুয়াশা পড়ার সম্ভাবনাও রয়েছে।

শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়, আগামীকাল রবিবার সকাল ৯টা পর্যন্ত সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। একই আবহাওয়া পরিস্থিতি আগামী রবিবার, মঙ্গলবার ও বুধবারও বিরাজ করবে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, সোমবারও সারা দেশে আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়া থাকতে পারে। ওইদিন দেশের রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আবহাওয়া অফিস জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। পাশাপাশি মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার একটি বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

এদিকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১০.৫ ডিগ্রি সেলসিয়াস।

মন্তব্য লিখুন