• জাতীয়
  • ইসিতে শুরু চতুর্থ দিনের আপিল শুনানি

ইসিতে শুরু চতুর্থ দিনের আপিল শুনানি

৩:৫৮ অপরাহ্ণ , ১৩ জানুয়ারি ২০২৬
ইসিতে শুরু চতুর্থ দিনের আপিল শুনানি

সীমান্ত টিভি নিউজ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাই নিয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলগুলোর শুনানির চতুর্থ দিনের কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের বেজমেন্ট-২ তলার অডিটোরিয়ামে এ শুনানি শুরু হয়।

আজ আপিল নম্বর ২১১ থেকে ২৮০ পর্যন্ত মোট ৭০ জন প্রার্থীর আপিল শুনানি নেওয়া হবে, যা বিকেল ৫টা পর্যন্ত চলবে। এর আগে টানা তিন দিনের শুনানিতে ২১০ জন প্রার্থীর আপিল নিষ্পত্তি করা হয়েছে।

নির্বাচন কমিশনের সংশোধিত তফসিল অনুযায়ী, আপিল নিষ্পত্তি চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত। এরপর ২০ জানুয়ারি পর্যন্ত প্রার্থীরা তাদের প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ পাবেন। ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পাশাপাশি প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

চূড়ান্ত তালিকা প্রকাশের পর ২২ জানুয়ারি থেকে শুরু হবে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা, যা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

মন্তব্য লিখুন

আরও খবর