• জাতীয়
  • চট্টগ্রাম বন্দর বাদ দিয়ে দেশের অর্থনৈতিক অগ্রগতি সম্ভব নয়: প্রধান উপদেষ্টা

চট্টগ্রাম বন্দর বাদ দিয়ে দেশের অর্থনৈতিক অগ্রগতি সম্ভব নয়: প্রধান উপদেষ্টা

৬:২৩ পূর্বাহ্ণ , ১৪ মে ২০২৫
চট্টগ্রাম বন্দর বাদ দিয়ে দেশের অর্থনৈতিক অগ্রগতি সম্ভব নয়: প্রধান উপদেষ্টা

সীমান্ত টিভি নিউজ ডেস্ক: চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির হৃদপিণ্ড উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, এই বন্দরকে বাদ দিয়ে দেশের অর্থনীতির নতুন দিগন্ত উন্মোচন সম্ভব নয়।

আজ বুধবার (১৪ মে) সকাল সোয়া ৯টার দিকে চট্টগ্রামে পৌঁছে বন্দরের কার্যক্রম পরিদর্শনে যান তিনি। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।প্রধান উপদেষ্টা বলেন, চট্টগ্রাম বন্দর নিয়ে আগে শুধু লেখালেখি করেছি। এবার সরেজমিনে এসে দেখার ও কাজ শুরুর সুযোগ হলো। দায়িত্ব গ্রহণের পর থেকেই বন্দরের সক্ষমতা বাড়াতে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে।

তিনি আরও বলেন, প্রথম দিন থেকেই চেষ্টা করছি চট্টগ্রাম বন্দরের কাঠামোগত ও প্রযুক্তিগত উন্নয়ন ঘটিয়ে এটিকে একটি সত্যিকারের আন্তর্জাতিক মানের বন্দর হিসেবে গড়ে তুলতে। বন্দরের সক্ষমতা বাড়াতে আন্তর্জাতিক সহযোগিতা ও বিদেশি বিনিয়োগ অপরিহার্য বলে মন্তব্য করেন ড. ইউনূস। তিনি জানান, এ লক্ষ্যে সরকার বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।

সকাল সোয়া ৯টার দিকে চট্টগ্রামে পৌঁছান ড. ইউনূস। দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম চট্টগ্রাম সফর। সফরসূচি অনুযায়ী তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে অংশগ্রহণ ও কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

মন্তব্য লিখুন

আরও খবর