• জাতীয়
  • চাকরি ফিরে পেতে ৮ দফা দাবিতে রাজপথে বিডিআর সদস্যরা

চাকরি ফিরে পেতে ৮ দফা দাবিতে রাজপথে বিডিআর সদস্যরা

১:৩০ অপরাহ্ণ , ১১ ফেব্রুয়ারি ২০২৫
নিজস্ব প্রতিবেদক: চাকরিতে পুনর্বহাল, জেলবন্দিদের মুক্তি ও বিস্ফোরক মামলা বাতিল, তদন্ত কমিশন পুনর্গঠনসহ এবার ৮ দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন চাকরিচ্যুত বিডিআর সদস্যসহ ভুক্তভোগী পরিবারের সদস্য ও স্বজনরা।

সরকারের পক্ষ থেকে কোনো বার্তা না আসলে তীব্র কর্মসূচির আলটিমেটাম দেন ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য মাহিন।

দাবি আদায়ে আবারও রাজপথে চাকরিচ্যুত বিডিআর সদস্যসহ ভুক্তভোগী পরিবারের সদস্য ও স্বজনেরা। আজ (১১ ফেব্রুয়ারি) সকাল থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন তারা।

পিলখানা হত্যাকাণ্ডে গ্রেফতার হয়ে জেলে থাকা স্বজনকে ছাড়া ১৬ বছর ধরে করুন দিনাতিপাতের অভিজ্ঞতা তুলে ধরে কান্নায় ভেঙে পড়েন কেউ কেউ। দ্রুত ফিরে পেতে চান স্বজনকে।

সম্প্রতি জামিনে মুক্তি পাওয়া ও চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অভিযোগ, তাদের অনেকেই কোনো ধরনের অপরাধ না করেও জেল খেটেছেন। একই সঙ্গে সাজার মেয়াদ শেষ হলেও অনেকেই এখনো জেল খাটছেন।

১৮টি বিশেষ আদালত ও সামারি কোর্ট করে চাকরিচ্যুত সদস্যদের চাকরিতে পুনর্বহাল, জেল বন্দিদের মুক্তি দিতে ও বিস্ফোরক মামলা বাতিলসহ ৮ দফা দাবি তুলে ধরে বিডিআর কল্যাণ পরিষদ।

বিডিআর কল্যাণ পরিষদের সভাপতি ফয়জুল করিম সবুজ বলেন, প্রয়োজনে রক্ত দেবো, তারপরও চাকরি ফেরত ও জেলবন্দিদের মুক্ত করে ঘরে ফিরবো। আমাদের অধিকার ফেরত না পাওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাবো না।

আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র অধিকার পরিষদের নেতারা দ্রুত দাবি মেনে নিতে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন।

ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য মাহিন সরকার বলেন, (১২ ফেব্রুয়ারি) বেলা ১২টার মধ্যে দাবি আদায়ে সরকারের পক্ষ থেকে কোনো ইতিবাচক বার্তা না আসলে আমাদের আন্দোলন আরও তীব্র হবে।

মন্তব্য লিখুন