চোখে লোনা জল

৭:০৬ পূর্বাহ্ণ , ২৭ জুলাই ২০২৫
চোখে লোনা জল

মোহাম্মদ মহিবুর রহমান—

কিছু দূর্ঘটনা হৃদয়কে আন্দোলিত করে
হৃদয় ভঙ্গুর হয়, হতবিহ্বল হয়ে পড়ে।
এখানে আপন-পর বড় কথা নয়
পিতৃত্ব, মাতৃত্ব ও ভ্রাতৃত্ব বড় হয়।

বিমান দূর্ঘটনা বা অন্য যে কোন ক্ষয়
প্রতিটি মানুষ কাঁদে, যদিও থাকে না পরিচয়।
শব্দহীন, ভাষাহীন -স্তব্ধ হয়ে সবাই
মাইলস্টোন দূর্ঘটনায় হৃদয় পুড়ে ছাই।

সংবাদ বা ছবি, তাকালেই চোখে লোনা জল
অজান্তেই হৃদয়ে আসে দুঃখের জলে ঢল।
বিপদ কখন আসে, জানে না কেউ আশেপাশে।
জীবন থেমে যায় হঠাৎ নীরব প্রকাশে।

আল্লাহপাক দিন জান্নাতে উচ্চ স্থান
কোমল ফুলগুলো পাক চির শান্তির সম্মান।
ধৈর্য দিন পিতা-মাতাকে, সাহস দিন হৃদয়জুড়ে
আত্মীয় স্বজনের প্রাণও ফিরে পাক আশার নীড়ে।

বিনীত অনুরোধ-নয় রাজনীতি, নয় ব্যবসা
জীবন বাঁচানোই হোক মানবতার মূল ভাষা।