• জাতীয়
  • জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ভুটানের প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ভুটানের প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

৬:২৪ পূর্বাহ্ণ , ২২ নভেম্বর ২০২৫
জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ভুটানের প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

সীমান্ত টিভি নিউজ ডেস্ক: ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে দুই দিনের রাষ্ট্রীয় সফরে আজ শনিবার ঢাকা এসে পৌঁছানোর পর সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং দর্শনার্থী বইয়ে স্বাক্ষর রেখে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের স্মারক তুলে ধরেন। এরপর স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি গাছ রোপণ করে পরিবেশ সংরক্ষণের প্রতীকী অঙ্গীকার প্রকাশ করেন।

শনিবার সকাল ৮টা ১৫ মিনিটে ড্রুকএয়ারের একটি বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন ভুটানের প্রধানমন্ত্রী। সেখানে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তাকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানান।

বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে স্বল্প সময়ে দুই নেতার মধ্যে সৌজন্য সাক্ষাৎ হয়। বৈঠকে শেরিং তোবগে শুক্রবারের ভূমিকম্পে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির বিষয়ে সমবেদনা জানান এবং দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন।

সৌজন্য সাক্ষাৎ শেষে ভুটানের প্রধানমন্ত্রীর প্রতি গার্ড অব অনার ও তোপধ্বনি প্রদান করা হয়। আনুষ্ঠানিকতা শেষ করে তিনি স্মৃতিসৌধের উদ্দেশে রওনা দেন।

আজ দুপুরে ভুটানের প্রধানমন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা ও বাণিজ্য উপদেষ্টার সঙ্গে পৃথক বৈঠকে বসবেন। এরপর বিকেল ৩টার দিকে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার দপ্তরে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার একান্ত বৈঠক অনুষ্ঠিত হবে।

সন্ধ্যায় ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সম্মানে একটি নৈশভোজের আয়োজন করা হয়েছে।

মন্তব্য লিখুন

আরও খবর