
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: আগামী মার্চের তৃতীয় সপ্তাহে সাসাকাওয়া ফাউন্ডেশনের আমন্ত্রণে জাপান সফরে যাওয়ার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
রোববার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের স্ত্রী আকি আবে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি জাপান সফরের বিষয়টি নিশ্চিত করেন বলে জানান প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।
এনকারেজমেন্ট অব সোশ্যাল কন্ট্রিবিউশন ফাউন্ডেশনের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়ে বর্তমানে বাংলাদেশ সফর করছেন আকি আবে। সাক্ষাতে তিনি প্রয়াত শিনজো আবের সঙ্গে ড. ইউনূসের ঘনিষ্ঠ সম্পর্কের কথা স্মরণ করেন এবং তারা পারস্পরিক স্মৃতিচারণ করেন।
ব্রিফিংয়ে জানানো হয়, আলোচনায় আকি আবে আসন্ন নির্বাচন-পরবর্তী সময়ে প্রধান উপদেষ্টার কর্মপরিকল্পনা সম্পর্কেও জানতে চান।
জবাবে ড. ইউনূস জানান, নির্বাচন শেষে তিনি মূলত তিনটি গুরুত্বপূর্ণ খাতে কাজ করবেন। প্রথমত, ডিজিটাল স্বাস্থ্যসেবা সম্প্রসারণের মাধ্যমে দেশের নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকার বাড়ানো হবে। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরা যেন একটি ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে স্বজনদের স্বাস্থ্যসংক্রান্ত তথ্য জানতে এবং পরামর্শ দিতে পারেন, সে ব্যবস্থাও গড়ে তোলা হবে।
দ্বিতীয়ত, তরুণদের উন্নয়ন এবং তরুণ উদ্যোক্তা তৈরির কার্যক্রম আগের মতোই অব্যাহত থাকবে। তৃতীয়ত, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে সংশ্লিষ্ট উদ্যোগগুলো ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া হবে।
উপ-প্রেস সচিব আরও জানান, জাপান সফরকালে সামুদ্রিক গবেষণা, ওশান রিসার্চসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও জাপানের মধ্যে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হবে।
এ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।


মন্তব্য লিখুন
আরও খবর
কোনো অজুহাতে জাতীয় সংসদ নির্বাচন পেছানোর সুযোগ নেই:...
কোনো অজুহাতে জাতীয় সংসদ নির্বাচন পেছানোর...
আপিল শুনানিতে কোনো পক্ষপাত করা হয়নি: সিইসি
আপিল শুনানিতে কোনো পক্ষপাত করা হয়নি:...
তারেক রহমানের চলন্ত গাড়িতে খাম লাগিয়ে উধাও বাইকার
তারেক রহমানের চলন্ত গাড়িতে খাম লাগিয়ে...
গ্লোবাল আইকনিক অ্যাওয়ার্ড পেলেন সিনিয়র রিপোর্টার জয় শাহীন
গ্লোবাল আইকনিক অ্যাওয়ার্ড পেলেন সিনিয়র রিপোর্টার...
গ্লোবাল আইকনিক লিডারশিপ অ্যাওয়ার্ডে সম্মানিত সম্পাদক ও প্রকাশক...
গ্লোবাল আইকনিক লিডারশিপ অ্যাওয়ার্ডে সম্মানিত সম্পাদক...
মনোনয়ন আপিলে ৮ম দিনের শুনানি নিচ্ছে ইসি
মনোনয়ন আপিলে ৮ম দিনের শুনানি নিচ্ছে...