
সীমান্ত টিভি নিউজ ডেস্ক:অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ১৯৭১ সালের ২৭ মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তৎকালীন মেজর ও পরবর্তী রাষ্ট্রপতি জিয়াউর রহমানই বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেছিলেন। শুক্রবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাজধানীর সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
শুক্রবার (২১ নভেম্বর) রাজধানীর সেনাকুঞ্জে আয়োজিত এ অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ড. ইউনূস বলেন, মহান মুক্তিযুদ্ধে যেসব শহীদ, যুদ্ধাহত এবং বীর মুক্তিযোদ্ধা আত্মত্যাগ করেছেন, তাদের কারণেই অর্জিত হয়েছে স্বাধীন বাংলাদেশ। তিনি ২০২৪ সালের জুলাই–আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত ও আহতদের প্রতিও গভীর শ্রদ্ধা জানান।
আসন্ন জাতীয় নির্বাচনকে শান্তিপূর্ণ, উৎসবমুখর ও গ্রহণযোগ্য করতে সশস্ত্র বাহিনীর প্রতি সর্বোচ্চ পেশাদারিত্ব ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। তার মতে, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় সশস্ত্র বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় সেনা, নৌ ও বিমানবাহিনীর সাহসী সদস্যরা দেশের স্বাধীনতার জন্য জীবন-পরিবারের চিন্তা না করে যুদ্ধে নেমেছিলেন। ২১ নভেম্বর পরিচালিত সম্মিলিত সামরিক অভিযান বিজয়ের পথ আরও সুদৃঢ় করে দেয় এবং ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয়ে রূপ নেয়।
ড. ইউনূস জানান, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা এবং ২০২৪ সালের অভ্যুত্থানের সময় জনগণের পাশে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে। আধুনিকায়ন, উন্নত প্রশিক্ষণ এবং প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতে সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, গত ৩৭ বছরে বাংলাদেশি শান্তিরক্ষীরা জাতিসংঘের ৬৩টি মিশন সফলভাবে সম্পন্ন করেছেন এবং বর্তমানে ১০টি শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করছেন। নারী শান্তিরক্ষী প্রেরণেও বাংলাদেশ বিশ্বের শীর্ষস্থানীয় দেশগুলোর অন্যতম।
বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষায় বাংলাদেশের ভূমিকা আজ আন্তর্জাতিক অঙ্গনে একটি নির্ভরযোগ্য নাম মন্তব্য করেন প্রধান উপদেষ্টা।


মন্তব্য লিখুন
আরও খবর
বঙ্গভবনে আজ রাষ্ট্রপতির সঙ্গে সিইসি ও চার কমিশনারের...
বঙ্গভবনে আজ রাষ্ট্রপতির সঙ্গে সিইসি ও...
ঢাকা-১১ নাহিদ ও ঢাকা-১৮ নাসীরুদ্দীন পাটওয়ারীকে প্রার্থী ঘোষণা
ঢাকা-১১ নাহিদ ও ঢাকা-১৮ নাসীরুদ্দীন পাটওয়ারীকে...
৪ বিশিষ্ট নারীর হাতে বেগম রোকেয়া পদক তুলে...
৪ বিশিষ্ট নারীর হাতে বেগম রোকেয়া...
জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী নয়, ধানের শীষই মুখ্য:...
জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী নয়, ধানের...
সিইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল
সিইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল
সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ হাসিনা সরকারের ১৭ জনকে ট্রাইব্যুনালে হাজির
সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ হাসিনা সরকারের ১৭ জনকে...