• রাজনীতি
  • জিয়াউর রহমানের কবর জিয়ারত করলেন খালেদা জিয়া

জিয়াউর রহমানের কবর জিয়ারত করলেন খালেদা জিয়া

৬:২৬ পূর্বাহ্ণ , ৯ অক্টোবর ২০২৫
জিয়াউর রহমানের কবর জিয়ারত করলেন খালেদা জিয়া

সীমান্ত টিভি নিউজ ডেস্ক: বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সমাধিতে দোয়া ও পবিত্র কোরআন তেলাওয়াত করেছেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার (৮ অক্টোবর) রাতে রাজধানীর গুলশানের ভাড়া বাসা থেকে তিনি শেরে-বাংলা নগরে অবস্থিত জিয়াউর রহমানের সমাধিতে যান। সেখানে কোরআন তেলাওয়াত ও মোনাজাতে অংশ নিয়ে প্রয়াত স্বামীর আত্মার মাগফেরাত কামনা করেন খালেদা জিয়া।

এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য এবং অন্যান্য শীর্ষস্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, দলের স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

দোয়া শেষে খালেদা জিয়া কিছুক্ষণ নীরবে অবস্থান করেন এবং পরে দলের নেতাদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপ শেষে গুলশানের বাসায় ফিরে যান।