• অর্থনীতি
  • টাব’র পূর্ণমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত।

টাব’র পূর্ণমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত।

৯:৫৭ পূর্বাহ্ণ , ২২ মে ২০২৫
টাব'র পূর্ণমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত।

সীমান্ত টিভি প্রতিবেদক: ট্রাভেল এজেন্সীজ এসোসিয়েশন অব ব্রাহ্মণবাড়িয়া (টাব) এর ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । বুধবার (২১ মে) সন্ধ্যায় রাজধানী নয়াপল্টন এলাকার একটি তিন তারকা হোটেলে এই সভার আয়োজন করা হয় । এতে টাবের আহবায়ক লায়ন মোহাম্মদ জুম্মান চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন আটাবের সাবেক মহাসচিব আসলাম খান।

টাবের সদস্য সচিব খালেদ ইকবাল বুলবুলের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন,
এম. এন. এইচ খাদেম দুলাল, লায়ন মোহাম্মদ হানিফ, এম এ হান্নান, মোঃ আব্দুল খালেক, ফজলুল হক, কে এম বশির উদ্দিন, এ.বি.এম আলী সারোয়ার জুয়েল, শামসুর আলম খোকন, হুমায়ুন কবির, মোঃ রমজান আলী, রফিকুল ইসলাম মোল্লা, মোঃ আবু সামাদ, নাসির উদ্দিন সরকার, হাজী মোহাম্মদ আল আমিন, রাকিবুল ইসলাম শাহীন, ইসমত আরা রিমি, সালাউদ্দিন চৌধুরী সুমন, সিনিয়র সাংবাদিক ও টাব সদস্য শাহীন আলম জয়, মেহেদী হাসান অপু, নুরুজ্জামান সুমন সহ ঢাকাস্থল ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন ট্রাভেল এজেন্সির মালিকবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা আসন্ন ঈদ পূর্ণমিলনী সম্পর্কিত বিভিন্ন আলোচনা ছাড়াও ট্রাভেল এজেন্সি ব্যবসা সম্প্রসারণ ও অগ্রগতি নিয়ে বিভিন্ন আলোচনা করেন।

অনুষ্ঠান আয়োজক ও টাবের আহবায়ক লায়ন মোহাম্মদ জুম্মান চৌধুরী বলেন, ট্রাভেল এজেন্সি সেবার মাধ্যমে দেশের দক্ষ জনশক্তি তৈরি করে মানুষকে সেবা দান করতে আমাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে, এর জন্য আমাদেরকে এই ব্যবসা সম্প্রসারণ করে ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই।

মন্তব্য লিখুন

আরও খবর