• জাতীয়
  • টেকসই উন্নয়ন অর্জনে মানসম্পন্ন পরিসংখ্যান অপরিহার্য: প্রধান উপদেষ্টা

টেকসই উন্নয়ন অর্জনে মানসম্পন্ন পরিসংখ্যান অপরিহার্য: প্রধান উপদেষ্টা

৬:৩৩ পূর্বাহ্ণ , ২০ অক্টোবর ২০২৫

সীমান্ত টিভি নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে মানসম্মত ও নির্ভরযোগ্য পরিসংখ্যানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

রবিবার (২০ অক্টোবর) বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি বলেন, “টেকসই উন্নয়নের অগ্রগতি পরিমাপ ও কার্যকর নীতিনির্ধারণে মানসম্পন্ন পরিসংখ্যান অপরিহার্য। সরকার ইতোমধ্যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)-কে বিশ্বমানের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় সংস্কার ও আধুনিকীকরণ কার্যক্রম হাতে নিয়েছে। এসব পদক্ষেপ বাস্তবায়িত হলে তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও প্রকাশ আরও কার্যকর, প্রযুক্তিনির্ভর এবং আন্তর্জাতিক মানসম্পন্ন হবে।

প্রধান উপদেষ্টা বলেন, বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ২০ অক্টোবর বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস একযোগে উদ্‌যাপিত হচ্ছে এটি আনন্দের বিষয়। এবারের প্রতিপাদ্য “Driving Change with Quality Statistics and Data for Everyone” (সবার জন্য মানসম্মত পরিসংখ্যান ও উপাত্তের মাধ্যমে পরিবর্তনের নেতৃত্ব), যা বর্তমান সময়ে অত্যন্ত সময়োপযোগী ও তাৎপর্যপূর্ণ।

ড. ইউনূস বলেন, “মানসম্মত উপাত্তের সর্বজনীন প্রাপ্যতা গণতান্ত্রিক শাসনব্যবস্থা, স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি উন্নয়ন প্রক্রিয়াকে আরও অন্তর্ভুক্তিমূলক, অংশগ্রহণমূলক ও জনমুখী করে তুলবে।

তিনি দেশের নীতিনির্ধারক, পরিকল্পনাবিদ, গবেষক, পরিসংখ্যানবিদ ও তথ্য ব্যবহারকারীদের সম্মিলিত প্রচেষ্টা কামনা করে বলেন, সবার জন্য নির্ভরযোগ্য পরিসংখ্যান ও উপাত্ত নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

প্রধান উপদেষ্টা বিশ্ব ও জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে আয়োজিত সব কর্মসূচির সফলতা এবং ইতিবাচক প্রভাব কামনা করেন।

মন্তব্য লিখুন

আরও খবর