
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে মানসম্মত ও নির্ভরযোগ্য পরিসংখ্যানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
রবিবার (২০ অক্টোবর) বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি বলেন, “টেকসই উন্নয়নের অগ্রগতি পরিমাপ ও কার্যকর নীতিনির্ধারণে মানসম্পন্ন পরিসংখ্যান অপরিহার্য। সরকার ইতোমধ্যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)-কে বিশ্বমানের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় সংস্কার ও আধুনিকীকরণ কার্যক্রম হাতে নিয়েছে। এসব পদক্ষেপ বাস্তবায়িত হলে তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও প্রকাশ আরও কার্যকর, প্রযুক্তিনির্ভর এবং আন্তর্জাতিক মানসম্পন্ন হবে।
প্রধান উপদেষ্টা বলেন, বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ২০ অক্টোবর বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস একযোগে উদ্যাপিত হচ্ছে এটি আনন্দের বিষয়। এবারের প্রতিপাদ্য “Driving Change with Quality Statistics and Data for Everyone” (সবার জন্য মানসম্মত পরিসংখ্যান ও উপাত্তের মাধ্যমে পরিবর্তনের নেতৃত্ব), যা বর্তমান সময়ে অত্যন্ত সময়োপযোগী ও তাৎপর্যপূর্ণ।
ড. ইউনূস বলেন, “মানসম্মত উপাত্তের সর্বজনীন প্রাপ্যতা গণতান্ত্রিক শাসনব্যবস্থা, স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি উন্নয়ন প্রক্রিয়াকে আরও অন্তর্ভুক্তিমূলক, অংশগ্রহণমূলক ও জনমুখী করে তুলবে।
তিনি দেশের নীতিনির্ধারক, পরিকল্পনাবিদ, গবেষক, পরিসংখ্যানবিদ ও তথ্য ব্যবহারকারীদের সম্মিলিত প্রচেষ্টা কামনা করে বলেন, সবার জন্য নির্ভরযোগ্য পরিসংখ্যান ও উপাত্ত নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
প্রধান উপদেষ্টা বিশ্ব ও জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে আয়োজিত সব কর্মসূচির সফলতা এবং ইতিবাচক প্রভাব কামনা করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
উপদেষ্টাদের অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে: শফিকুল আলম
উপদেষ্টাদের অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে:...
সিইসির সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধিদল
সিইসির সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধিদল
বঙ্গোপসাগরে লঘুচাপ, বাড়ছে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণাঞ্চলে
বঙ্গোপসাগরে লঘুচাপ, বাড়ছে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণাঞ্চলে
নির্বাচন কমিশন কোন চাপের কাছে নতি স্বীকার করবে...
নির্বাচন কমিশন কোন চাপের কাছে নতি...
বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে কাল থেকে বাড়তে পারে বৃষ্টি
বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে কাল থেকে বাড়তে...
নির্বাচনে এআই-এর অপপ্রয়োগ প্রতিরোধে সেন্ট্রাল সেল করা হবে...
নির্বাচনে এআই-এর অপপ্রয়োগ প্রতিরোধে সেন্ট্রাল সেল...