• জাতীয়
  • দুই দিনের সফরে আজ পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি

দুই দিনের সফরে আজ পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি

৬:১৭ পূর্বাহ্ণ , ৮ নভেম্বর ২০২৫
দুই দিনের সফরে আজ পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি

সীমান্ত টিভি নিউজ ডেস্ক: আজ শনিবার (৮ নভেম্বর) দুই দিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফর রহমান স্বাক্ষরিত সরকারি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকালে তিনি রাজধানী ঢাকা থেকে হেলিকপ্টারে পাবনার উদ্দেশে রওনা হবেন। পৌঁছে পাবনা সার্কিট হাউসে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করা হবে।

এ ছাড়া তিনি আরিফপুর কবরস্থানে গিয়ে তার বাবা–মায়ের কবর জিয়ারত করবেন এবং কিছু সময় সেখানে অবস্থান করবেন। পরে নিজ বাড়িতে আত্মীয়স্বজন এবং স্থানীয় রাজনৈতিক নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। রাত কাটাবেন সার্কিট হাউসে।

আগামী রবিবার (৯ নভেম্বর) সফরের দ্বিতীয় দিনে সকালবেলায় সার্কিট হাউসে আরেক দফা গার্ড অব অনার গ্রহণ শেষে রাষ্ট্রপতি হেলিকপ্টারে ঢাকায় ফিরে আসবেন।

রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে জেলা প্রশাসন, পুলিশসহ সংশ্লিষ্ট সব সংস্থা ব্যাপক নিরাপত্তা ব্যবস্থাপনা গ্রহণ করেছে। সফরকালীন কার্যক্রমের সমন্বয় এবং প্রয়োজনীয় যানবাহন নিশ্চিত করতে জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ আছে।

মন্তব্য লিখুন

আরও খবর