
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: টিভি দেখার প্রলোভন দেখিয়ে সাত বছরের দুই শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশি মমিনুর ইসলাম (৫৪) নামে একজনের বিরুদ্ধে এ ঘটনা ঘটে দিনাজপুরের বিরামপুরে। এ ঘটনায় মমিনুর ইসলামকে আটক করেছে থানা পুলিশ।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার দিওড় ইউনিয়নের দিওড় উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আজ বুধবার (১২ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মমতাজুল হক। আটককৃত মমিনুর ইসলাম(৫৪) উপজেলার দিওড় ইউনিয়নের দিওড় উত্তরপাড়া গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় টিভি দেখার কথা বলে হাত ধরে প্রতিবেশির সাত বছরের দুই শিশুকে ডেকে তার নিজের ঘরে নিয়ে যায় এবং ঘরের জানালা দরজা লাগিয়ে দেয় অভিযুক্ত মমিনুর ইসলাম (৫৪)। একপর্যায়ে সাত বছরের ওই দুই শিশুকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাদের জোর পূর্বক ধর্ষণ করার চেষ্টা করে। ভয়ে ওই দুই শিশু চিৎকার করলে অভিযুক্ত তাদের হুমকি দেয় যে, এবিষয়ে কাউকে কিছু বললে তোদের গলা টিপে মেরে ফেলবো। পরে ওই দুই শিশু মায়ের কাছে এসে কান্নাকাটি করলে তাদের মা জিজ্ঞেস করে তোদের কী হয়েছে? তখন শিশু দুইটি ঘটনার বর্ণনা দেয়। বিষয়টি ধীরে ধীরে গ্রামে জানাজানি হলে অভিযুক্ত কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এ ঘটনায় বিরামপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। পরে থানা পুলিশ তাকে গ্রেফতার করে। বর্তমানে ওই দুই শিশু দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বিরামপুর থানার অফিসার ইনচার্জ বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। এ ঘটনায় মমিনুর ইসলাম নামে একজনকে গ্রেফতার করে মঙ্গলবার রাতেই আদালতের মাধ্যমে তাকে দিনাজপুর জেল হাজতে পাঠানো হয়েছে।


মন্তব্য লিখুন
আরও খবর
অনলাইন সাংবাদিকতায় চ্যালেঞ্জ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় কর্মশালা অনুষ্ঠিত
অনলাইন সাংবাদিকতায় চ্যালেঞ্জ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় কর্মশালা...
আখাউড়ায় বিপুল পরিমাণ গাঁজা সহ যুবদল নেতা গ্রেফতার
আখাউড়ায় বিপুল পরিমাণ গাঁজা সহ যুবদল...
প্লট বরাদ্দে দুর্নীতির ৩ মামলায় শেখ হাসিনার ২১...
প্লট বরাদ্দে দুর্নীতির ৩ মামলায় শেখ...
মিঠামইনে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়িতে দুর্বৃত্তদের হামলা...
মিঠামইনে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়িতে...
গাজীপুরে রেললাইন সংলগ্ন অগ্নিকাণ্ডে পাঁচটি বস্তার গুদাম পুড়ে...
গাজীপুরে রেললাইন সংলগ্ন অগ্নিকাণ্ডে পাঁচটি বস্তার...
ধানমন্ডি ৩২ নম্বরে নেওয়া হচ্ছে দুটি বুলডোজার
ধানমন্ডি ৩২ নম্বরে নেওয়া হচ্ছে দুটি...