
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টে মন্তব্য করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চা খাওয়ার বিল নাকি ১ লাখ টাকা। তার এই মন্তব্য দ্রুতই সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দেয়। তবে বিষয়টিকে “ভিত্তিহীন ও বিভ্রান্তিকর” বলে উল্লেখ করে প্রতিক্রিয়া জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (২৪ জুন) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দুদকের মহাপরিচালক ও মুখপাত্র মো. আক্তার হোসেন বিষয়টিকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর” বলে প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, “সত্যতা যাচাই না করেই হাসনাত আব্দুল্লাহ মনগড়া ও মিথ্যা তথ্য দিয়েছেন, যা দুদকের চেয়ারম্যান, মহাপরিচালক ও অন্যান্য কর্মকর্তাদের সম্মান ক্ষুণ্ন করেছে। তিনি আরও জানান, এ ধরনের মন্তব্য একটি সাংবিধানিক প্রতিষ্ঠানকে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা, যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।
মহাপরিচালক আরও জানান, সম্প্রতি একটি প্রতারক চক্র দুদকের শীর্ষ কর্মকর্তাদের পরিচয় ব্যবহার করে মানুষকে মামলা থেকে রেহাই দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ করছে। তবে দুদক পরিষ্কার করে জানাচ্ছে, এই প্রতারকদের সঙ্গে কমিশনের কোনো কর্মকর্তা-কর্মচারীর সংশ্লিষ্টতা নেই।
এ সময় মহাপরিচালক আক্তার হোসেন আরও জানান, সম্প্রতি একটি প্রতারক চক্র দুদকের শীর্ষ কর্মকর্তাদের নাম ব্যবহার করে মানুষকে মামলা থেকে মুক্তি দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ করছে। এ ঘটনায় কমিশন আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে এবং চক্রটির একাধিক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। অতীতে জাতীয় গণমাধ্যমেও এসব প্রতারণার ঘটনা প্রকাশিত হয়েছে।
তিনি জানান, এ ধরনের প্রতারণার শিকার হয়ে কেউ কেউ সামাজিক মাধ্যমে দুদককে দোষারোপ করেন, যা প্রতিষ্ঠানটির ভাবমূর্তিতে নেতিবাচক প্রভাব ফেলছে। এমন বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকতে তিনি সকলকে আহ্বান জানান।
সতর্কতার অংশ হিসেবে তিনি বলেন, যদি কেউ ব্যক্তিগতভাবে ফোন কল, মেসেজ বা যোগাযোগের মাধ্যমে দুদকের নাম ব্যবহার করে অর্থ দাবি করে, তাহলে তাৎক্ষণিকভাবে ১০৬ নম্বরে বা নিকটস্থ দুদক অফিস কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জানাতে অনুরোধ করছি।
সর্বশেষে, মহাপরিচালক সবাইকে গুজব ও বিভ্রান্তিকর তথ্য থেকে সচেতন থাকার অনুরোধ জানান এবং প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করেন।


মন্তব্য লিখুন
আরও খবর
নির্বাচনের আগেই অবৈধ অস্ত্র উদ্ধার সম্পন্ন হবে :...
নির্বাচনের আগেই অবৈধ অস্ত্র উদ্ধার সম্পন্ন...
শাহজালাল বিমানবন্দরে অগ্নিকাণ্ড তদন্তে সহায়তায় ঢাকায় তুরস্কের বিশেষজ্ঞ...
শাহজালাল বিমানবন্দরে অগ্নিকাণ্ড তদন্তে সহায়তায় ঢাকায়...
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘মন্থা’২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত জারি
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘মন্থা’২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি...
জাতীয় নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে বৈঠকে আইনশৃঙ্খলা উপদেষ্টা...
জাতীয় নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে বৈঠকে...
দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সমুদ্রবন্দরে সতর্কসংকেত
দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সমুদ্রবন্দরে সতর্কসংকেত
বিমানবন্দরে আগুনের ঘটনা তদন্তে আসছে ৪ দেশের বিশেষজ্ঞ...
বিমানবন্দরে আগুনের ঘটনা তদন্তে আসছে ৪...