
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম লিখেছেন, দেশে আবারও বিভাজনের রাজনীতি শুরু হয়েছে। আজ বুধবার (২১ মে) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
তিনি লিখেন, বিভিন্ন প্রতিষ্ঠানকে একে অপরের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে। গোত্রে গোত্রে বিভাজন সৃষ্টি করে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে। সরকারের ভেতরেও কিছু অনুপ্রবেশকারী এসব কর্মকাণ্ডে যুক্ত।”
মির্জা ফখরুল বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ওপর গণতন্ত্র রক্ষার দায়িত্ব এসেছে বারবার। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং বর্তমানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে যে স্বপ্ন ও পরিকল্পনা রয়েছে, তা বাস্তবায়নে দলকে আরও ঐক্যবদ্ধ ও সচেতন থাকতে হবে।
তিনি দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান, যে যেখানে আছেন, সতর্ক থাকতে হবে। ষড়যন্ত্রকারীরা যেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রকে আর কখনো বিপন্ন করতে না পারে, সেজন্য প্রতিরোধ গড়ে তুলতে হবে।
বিএনপি মহাসচিব আরও বলেন, বিএনপির হাজারো নেতাকর্মী অন্যায়ভাবে মামলা, গুম ও হত্যার শিকার হয়েছেন। ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা, হাজার হাজার হতাহত এবং গুমের শিকার হওয়া নেতাকর্মীদের ত্যাগ আমাদের প্রেরণা হয়ে থাকবে।
তিনি বলেন, “১৫ বছর ধরে ফ্যাসিস্ট শাসনের মাধ্যমে যারা জনগণকে তাদের অধিকার থেকে বঞ্চিত করেছে, সেই শক্তির বিরুদ্ধে আজও আমাদের লড়াই করতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ আমাদের পথ দেখাবে।
মির্জা ফখরুল বলেন, ‘বিএনপির নেতাকর্মীরা অনেক ত্যাগ স্বীকার করেছে, ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, কয়েক হাজার মানুষকে হত্যা করা হয়েছিল, প্রায় ১ হাজার ৭০০ নেতাকর্মীকে এনফোর্স ডিজঅ্যাপিয়ারেন্সের মধ্যনিয়ে যাওয়া হয়েছিল।
মন্তব্য লিখুন
আরও খবর
ফ্যাসিবাদের ষড়যন্ত্র এখনো চলমান : উপদেষ্টা আদিলুর রহমান
ফ্যাসিবাদের ষড়যন্ত্র এখনো চলমান : উপদেষ্টা...
আজ ঈদে মিলাদুন্নবী (সা.) দেশজুড়ে নানা আয়োজন
আজ ঈদে মিলাদুন্নবী (সা.) দেশজুড়ে নানা...
আট বছর পর আবারও একীভূত হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের...
আট বছর পর আবারও একীভূত হলো...
আজ সাত রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন...
আজ সাত রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে...
ক্ষমতায় গেলে রাজনৈতিক পরিবর্তন আনবে বিএনপি: মির্জা ফখরুল
ক্ষমতায় গেলে রাজনৈতিক পরিবর্তন আনবে বিএনপি:...
হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে নুরের খোঁজ নিলেন...
হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে নুরের...