• শিক্ষা ও সাহিত্য
  • বর্ণাঢ্য আয়োজনে লেখক রিফাত মাহবুব সাকিবের তিন বইয়ের মোড়ক উম্মোচন

বর্ণাঢ্য আয়োজনে লেখক রিফাত মাহবুব সাকিবের তিন বইয়ের মোড়ক উম্মোচন

৬:১৭ পূর্বাহ্ণ , ১৬ ফেব্রুয়ারি ২০২৫

সীমান্ত টিভি নিউজ ডেস্ক: শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে অমর একুশে বই মেলার গ্রন্থ উম্মোচন মঞ্চে বিশিষ্ট ব্যাংকার, গবেষক ও লেখক রিফাত মাহবুব সাকিবের ৩টি বইয়ের মোড়ক উম্মোচিত হয়। উল্লেখিত বইগুলো হলো আলোকহীন বৃষ্টি, গ্রীণ হাইটস এবং জুট।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকো প্রশাসন বিভাগের প্রধান ড. প্রফেসর নাজমুল আহসান কলিমুল্লাহ, এটিএন বাংলার উপদেষ্টা তাশিক আহমেদ, বিশিষ্ট লেখক, কবি মাহমুদুল হাসান নিজামী, বিশিষ্ট শিক্ষাবিদ ও মটস এর পরিচালক জেমস গোমেজ, তরুণ মিডিয়া উপস্থাপক সাংবাদিক শাহীন আলম জয়, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা, মানবাধিকার সংগঠক মনিরুল ইসলাম মনির, সঞ্চালিকা নিপা আক্তার সহ গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে বই গুলো মোড়ক উম্মোচিত হয়। এই সময় বইয়ের প্রকাশক এবং পরিবেশক সহ বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন। বইগুলো বুক হাউজ থেকে প্রকাশিত হয় এবং প্রান্ত প্রকাশন এর ৭৪৯ ও ৭৫০ স্টল থেকে পরিবেশিত হয়।

উল্লেখ্য, রিফাত মাহবুব সাকিব ইতি পূর্বে আরো অনেক গবেষণামূলক বই লিখেছেন। তিনি বলেন, আলোকহীন বৃষ্টি আমার একটি উপন্যাস একজন প্রতিবাদী নারীকে এখানে তুলে আনা হয়েছে। গ্রীণ হাইটস এবং জুট ২টি বই গবেষণামূলক।
তিনি পাঠকদের উদ্দেশ্যে বলেন, আপনারা আমার বই ৩টি পড়ে যদি কোন ম্যাসেজ পান সেখানেই আমার স্বার্থকতা।

মন্তব্য লিখুন

আরও খবর