
শাহাবউদ্দিন আহমেদ, আখাউড়া প্রতিবেদক: বাংলাদেশ খেলাফত মজলিস এর ব্রাহ্মনবাড়িয়া ৪ আখাউড়া- কসবা আসন থেকে রিক্সা মার্কায় প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে, আখাউড়া উপজেলা ইমাম পরিষধ ও ইসলামী ঐক্যজোট আখাউড়া শাখার সভাপতি -মাওলানা কাজী মোহাম্মদ মাঈনুদ্দিন সাহেব।
শনিবার (১৭ মে) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ায় আয়োজিত খেলাফত মজলিশের গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উক্ত সংগঠনটির আমির মাওলানা মামুনুল হক ব্রাহ্মণবাড়িয়া জেলার সকল সংসদীয় আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেন।
এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান-ড.মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে মামুনুল হক বলেছেন, ‘আমরা দিল্লির দাস্তত্ব ও গোলামী থেকে মুক্ত হয়েছি ওয়াশিংটনের গোলামীর জন্য নয়। বাংলার এক ইঞ্চি মাটি ভিন দেশিকে ব্যবহার করতে দেওয়া হবে না।’
শহরের -পৌর মুক্ত মঞ্চে আয়োজিত এ সমাবেশে তিনি আরও বলেন, ‘২০২৪ সালে স্বাধীনতা বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা। ৭২ এ নতুন চেতনা ধর্ম নিরপেক্ষতার নামে আমাদের সামনে দাঁড় করিয়ে দিয়ে ইসলামের কবর রচনা করা হয়েছিল।
প্রধান অতিথির বক্তব্যে মামুনূল হক আরো বলেন, ‘নারী অধিকার নিয়ে কোনো ব্যবসা চলবে না। যারা এটা করতে চাইবে রাজপথে তাদেরকে মোকাবেলা করা হবে।’
জুলাই গণহত্যা, শাপলা চত্বর গণহত্যাসহ সকল হত্যাকাণ্ডের বিচার দ্রুত সময়ের মধ্যে শেষ করতে হবে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা খেলাফত মজলিসের সভাপতি মো. হাফেজ আব্দুল আজিজের সভাপতিত্বে সারা দেশে হেফাজতের বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহার দাবিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় সমাবেশে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা রেজাউল করিম জালালী, মহাসচিব মাওলানা বেলাল উদ্দিন আহমেদ, যুগ্ম মহাসচিব আল্লামা আহসানুল্লাহ আমির, কেন্দ্রীয় সচিব মাওলানা আব্দুল আজিজ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা, খেলাফত মজলিস আখাউড়া শাখার সভাপতি মাওলানা ফখরুদ্দীন তাজী, প্রমুখ।
মন্তব্য লিখুন
আরও খবর
সিইসির সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধিদল
সিইসির সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধিদল
শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে বিএনপি নীতিগতভাবে একমত :...
শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে বিএনপি নীতিগতভাবে...
এভার কেয়ার হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া
এভার কেয়ার হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন...
বক্তব্য চলাকালে বিদ্যুৎ চলে যাওয়ায় ক্ষুব্ধ সারজিস আলম
বক্তব্য চলাকালে বিদ্যুৎ চলে যাওয়ায় ক্ষুব্ধ...
জিয়াউর রহমানের কবর জিয়ারত করলেন খালেদা জিয়া
জিয়াউর রহমানের কবর জিয়ারত করলেন খালেদা...
অতীত থেকে শিক্ষা নিয়ে জবাবদিহিতার রাজনীতি গড়তে চাই:...
অতীত থেকে শিক্ষা নিয়ে জবাবদিহিতার রাজনীতি...