
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশকে সমতার ভিত্তিতে সম্পর্ক গড়ে তুলতে হবে। ভয়ের কিছু নেই, চোখে চোখ রেখে কথা বলতে হবে। তিনি বলেন, ‘আমাদের অর্থনৈতিক, রাজনৈতিক ও প্রাকৃতিক সম্পদের ওপর দীর্ঘদিন ধরে বৈষম্য চলছে। এবার এর প্রতিবাদ করতে হবে।
আজ বুধবার বিকেল আড়াইটার দিকে চুয়াডাঙ্গা শহীদ হাসান চত্বরে জুলাই মাসব্যাপী এনসিপির পদযাত্রা উপলক্ষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।নাহিদ ইসলাম অভিযোগ করেন, স্বাধীনতার ৫৪ বছরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) শত শত নিরীহ বাংলাদেশিকে হত্যা করেছে, অথচ কোনো সরকার শক্ত প্রতিবাদ করেনি। তিনি বলেন, ‘আমরা বলে দিয়েছি, আর একজন বাংলাদেশিকেও হত্যা করা চলবে না।
বিজিবির উদ্দেশে তিনি বলেন, ভারতীয় বাহিনীর সঙ্গে সমতার ভিত্তিতে কথা বলুন। তারা যদি অস্ত্রের ভাষায় কথা বলে, আপনাদেরও সেই ভাষায় জবাব দিতে হবে।
পানিবণ্টন, অর্থনীতি ও রাজনীতির ক্ষেত্রে ভারত-বাংলাদেশ সম্পর্কের বৈষম্যের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, ‘বাংলাদেশকে দুর্বল করে রাখা হচ্ছে। এনসিপি এই অন্যায়ের বিরুদ্ধে জনগণের পাশে থাকবে।
চুয়াডাঙ্গাবাসীর উদ্দেশে নাহিদ বলেন, ‘আমরা আপনাদের সন্তান। আপনাদের যেকোনো প্রয়োজনে পাশে থাকব। দেশের জন্য গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে হলে নিরপেক্ষ সংস্থার অধীনে ভোট প্রয়োজন।
তিনি আরও জানান, ‘জুলাইয়ের ঘোষণাপত্র বাস্তবায়নে এনসপি মাঠে আছে, মাঠেই থাকবে। চাঁদাবাজি ও দুর্নীতি ভয়াবহভাবে বেড়েছে— এখনই প্রতিরোধ গড়ে তুলতে হবে।’
পথসভায় সভাপতিত্ব করেন এনসিপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সমন্বয়ক মোল্লা এহসান ফারুক। বক্তব্য দেন দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের সমন্বয়ক সারজিস আলম, সদস্য সচিব ডা. তাসনিম জারা, যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন, নাসির উদ্দিন পাটোয়ারী, আক্তার হোসেন প্রমুখ।
এর আগে মেহেরপুরে পদযাত্রা শেষে এনসিপির নেতাকর্মীরা চুয়াডাঙ্গার বিভিন্ন এলাকায় পথসভা করেন। তারা আলমডাঙ্গা হয়ে শহীদ হাসান চত্বরে এসে সমাবেশে যোগ দেন। পরে পদযাত্রা দামুড়হুদা ও দর্শনা হয়ে জীবননগরে গিয়ে শেষ হয়।
এ সময় দর্শনার সুলতানপুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ইব্রাহিম বাবুর ঝাঝাডাঙ্গা গ্রামের বাড়িতেও যান নেতারা।
মন্তব্য লিখুন
আরও খবর
নির্বাচনী প্রতীক হিসেবে শাপলা নয়, ইসির নীতিগত সিদ্ধান্ত
নির্বাচনী প্রতীক হিসেবে শাপলা নয়, ইসির...
রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করলেন সৌদি রাষ্ট্রদূত
রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করলেন সৌদি...
প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্কের প্রতিরক্ষা শিল্প প্রধানের দ্বিপক্ষীয়...
প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্কের প্রতিরক্ষা শিল্প...
ওয়াশিংটনের সঙ্গে সম্ভাব্য শুল্ক চুক্তিতে প্রত্যাশা করছে বাংলাদেশ...
ওয়াশিংটনের সঙ্গে সম্ভাব্য শুল্ক চুক্তিতে প্রত্যাশা...
ফ্যাসিস্টদের বিচার নির্বাচন পূর্বেই কার্যক্রম শুরু হবে: আইন...
ফ্যাসিস্টদের বিচার নির্বাচন পূর্বেই কার্যক্রম শুরু...
বাতিল হতে পারে ফ্যাসিস্টের দোসর বর্তমান আটাব কমিটি
বাতিল হতে পারে ফ্যাসিস্টের দোসর বর্তমান...