
জোহরা আজিন মাহাথীর: জাহাঙ্গীরনগর এলামনাই এসোসিয়েশন অব আমেরিকা (JAAA)-এর উদ্যোগে ভ্যালি স্ট্রিম স্টেট পার্কে অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত বার্ষিক পিকনিক। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জমজমাট এই আয়োজনে প্রাক্তন শিক্ষার্থী, পরিবার-পরিজন ও নতুন প্রজন্ম মিলেমিশে কাটাল এক রঙিন দিন।
দিনের শুরুতে সকাল ৯টায় এলামনাইদের উপস্থিতির মধ্য দিয়ে আয়োজনের সূচনা হয়। সকাল ৯:৩০ থেকে ১১টা পর্যন্ত পরিবেশন করা হয় প্রান্তিকের সকালের নাস্তা, যা উপস্থিত অতিথিদের মুখর করে তোলে। এরপরেই চলে আসে দিনের অন্যতম আকর্ষণ—অয়নের প্রস্তুতকৃত চিকেন বারবিকিউ, যার সাথে ছিল নবনীর হাতের আম ভর্তা ও আশুতোষ দার স্পনসরকৃত তরমুজ।

পিকনিকে খাবারের পাশাপাশি ছিল নানা ধরণের বিনোদন ও আড্ডার আয়োজন। দুপুরে সুব্রত দার তত্ত্বাবধানে পরিবেশিত হয় কাঠের চুলায় রান্না করা খাসির মাংস, শিল্পী বৌদির বিশেষ চাটনি এবং বটতলার আয়োজনের পূর্ণ খাবার। খাওয়া-দাওয়ার বিরতিতে শামীমের আয়োজনে চৌরঙ্গী স্পটে অনুষ্ঠিত হয় ফটোসেশন।
শিশু ও তরুণ প্রজন্মের জন্য দুপুরে ছিল খেলাধুলা ও মনির ভাইয়ের স্পনসরকৃত বিশেষ শো। বিকেলে ছিল আড্ডা, গান, গল্প, নাচ এবং বিভিন্ন রকমের খেলা। এছাড়াও পরিবেশন করা হয়েছিল শ্যামলীবৌদি ও উর্মি ভাবীর বিশেষ চা।এই পরিবেশনার পর অনুষ্ঠিত হয় রঙিন রাফেল ড্র, যেখানে ছিল ১৫টি আকর্ষণীয় পুরস্কার।
আয়োজক কমিটির আহবায়ক নাসির উদ্দিন ভূঁইয়া ও সদস্য সচিব প্রশান্ত মল্লিক অয়ন জানান, “JAAA-এর পিকনিক শুধু আনন্দের আয়োজন নয়, এটি প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সম্পর্ক দৃঢ় করে এবং নতুন প্রজন্মকে আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের সাথে পরিচয় করিয়ে দেয়।”
প্রেসিডেন্ট শামীমআরা বেগম ও সাধারণ সম্পাদক তামান্না শবনম পাপড়ি বলেন, “প্রতিবারের মতো এবারও সবার মিলিত প্রচেষ্টায় একটি সফল ও আনন্দঘন আয়োজন সম্ভব হয়েছে।”
পিকনিকে ইঞ্জিনিয়ার মাহফুজুল হক কুইন্স সোশ্যাল অ্যাডাল্ট ডে কেয়ার সেন্টারের পক্ষ থেকে অনুষ্ঠানের সফলতার জন্য সহযোগিতা করেন।
দিনশেষে উপস্থিত সবার মুখে ছিল তৃপ্তি আর আনন্দের হাসি। JAAA-এর এই পিকনিক প্রমাণ করল, বিদেশের মাটিতেও শিকড়কে বাঁচিয়ে রাখার জন্য এমন মিলনমেলা কতটা জরুরি।
মন্তব্য লিখুন
আরও খবর
উপদেষ্টাদের অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে: শফিকুল আলম
উপদেষ্টাদের অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে:...
সিইসির সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধিদল
সিইসির সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধিদল
নির্বাচন কমিশন কোন চাপের কাছে নতি স্বীকার করবে...
নির্বাচন কমিশন কোন চাপের কাছে নতি...
নির্বাচনে এআই-এর অপপ্রয়োগ প্রতিরোধে সেন্ট্রাল সেল করা হবে...
নির্বাচনে এআই-এর অপপ্রয়োগ প্রতিরোধে সেন্ট্রাল সেল...
টেকসই উন্নয়ন অর্জনে মানসম্পন্ন পরিসংখ্যান অপরিহার্য: প্রধান উপদেষ্টা
টেকসই উন্নয়ন অর্জনে মানসম্পন্ন পরিসংখ্যান অপরিহার্য:...
অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে...
অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে আইনশৃঙ্খলা...