• বিনোদন
  • মারা গেছেন নারী উদ্যোক্তা তনির স্বামী

মারা গেছেন নারী উদ্যোক্তা তনির স্বামী

৪:০৭ অপরাহ্ণ , ১৫ জানুয়ারি ২০২৫
মারা গেছেন নারী উদ্যোক্তা তনির স্বামী

সীমান্ত টিভি বিনোদন: নারী উদ্যোক্তা রোবাইয়াত ফাতিমা তনির স্বামী শাহাদাৎ হোসাইন মারা গেছেন। তিনি ব্যংককে চিকিৎসাধীন ছিলেন। খবরটি নিশ্চিত করেছেন তনি নিজেই।

বুধবার (১৫ জানুয়ারি) নিজের ফেসবুকে তনি লিখেছেন সে আর নাই। ব্যাংকক সময় রাত ৩.০৩ মিনিটে আমাকে সারাজীবনের মতো একা করে চলে গেছে। মাস কয়েক আগে গুরুতর অসুস্থ হন তনির স্বামী। অবস্থা অবনতির দিকে গেলে ব্যাংকক নেওয়া হয় তাকে।

শাহাদাৎ হোসাইন একজন সফল ব্যবসায়ী ছিলেন। যদিও দুজনের বয়সের ব্যবধান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষের মুখে পড়েছিলেন এই নারী উদ্যোক্তা। এসবের জবাবও দিয়েছিলেন সেই সময় ।