• সারাদেশ
  • সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ, লাইনচ্যুত পাহাড়িকা এক্সপ্রেস

সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ, লাইনচ্যুত পাহাড়িকা এক্সপ্রেস

৬:০৮ পূর্বাহ্ণ , ৭ অক্টোবর ২০২৫
সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ, লাইনচ্যুত পাহাড়িকা এক্সপ্রেস

সীমান্ত টিভি নিউজ ডেস্ক: সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে একটি ট্রেন দুর্ঘটনার কারণে। মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম থেকে সিলেটগামী ‘পাহাড়িকা এক্সপ্রেস’ ট্রেনটি সিলেটের মোগলাবাজার এলাকায় লাইনচ্যুত হয়। এতে ট্রেনের কয়েকটি বগি লাইন থেকে ছিটকে পড়ে এবং পুরো রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট রেলওয়ে থানার ওসি আবুল কুদ্দুস। তিনি জানান, চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি মোগলাবাজার এলাকায় লাইনচ্যুত হয়েছে। ট্রেন উদ্ধারে ইতোমধ্যে উদ্ধারকাজ শুরু হয়েছে এবং দ্রুত রেল যোগাযোগ স্বাভাবিক করার চেষ্টা চলছে।

প্রাথমিকভাবে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে ট্রেনের বগিগুলো লাইনচ্যুত হওয়ায় চট্টগ্রাম, ঢাকা ও সিলেট রুটে সব ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।

রেলওয়ে কর্তৃপক্ষের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। প্রাথমিক ধারণা, লাইন বিকল বা বগির চাকা ত্রুটির কারণে দুর্ঘটনাটি ঘটতে পারে।

এদিকে, রেল যোগাযোগ বন্ধ থাকায় যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। অনেকে বিকল্প পরিবহন ব্যবস্থায় গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন।
রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধারকাজ ও লাইন মেরামত শেষ হলে রেল যোগাযোগ পুনরায় চালু করা হবে।

মন্তব্য লিখুন

আরও খবর