• জাতীয়
  • সীমানা পুনর্নির্ধারণে নির্বাচন কমিশনের তৃতীয় দিনের শুনানি শুরু

সীমানা পুনর্নির্ধারণে নির্বাচন কমিশনের তৃতীয় দিনের শুনানি শুরু

৬:২০ পূর্বাহ্ণ , ২৬ আগস্ট ২০২৫
সীমানা পুনর্নির্ধারণে নির্বাচন কমিশনের তৃতীয় দিনের শুনানি শুরু

সীমান্ত টিভি নিউজ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে নির্বাচন কমিশনের (ইসি) তৃতীয় দিনের শুনানি শুরু হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের মিলনায়তনে এই শুনানি শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। সঞ্চালনায় রয়েছেন ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এবং উপস্থিত আছেন চার নির্বাচন কমিশনার।

এদিন ঢাকা অঞ্চলের দাবি-আপত্তির শুনানি অনুষ্ঠিত হচ্ছে। সকালে মানিকগঞ্জ-১, ২ ও ৩; নরসিংদী-৪ ও ৫ এবং নারায়ণগঞ্জ-৩, ৪ ও ৫ আসনের শুনানি হয়। দুপুর আড়াইটা থেকে বিকেল ৫টা পর্যন্ত ঢাকা-১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ১০, ১৪, ১৫, ১৬, ১৮ ও ১৯ আসনের শুনানি অনুষ্ঠিত হবে।

মোট চার দিনব্যাপী এই শুনানি আগামীকাল (বুধবার) শেষ হবে। এ সময়ে নির্বাচন কমিশন মোট ১ হাজার ৭৬০টি দাবি-আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি করবে। পরবর্তীতে এসব পর্যালোচনা শেষে ৩০০ আসনের চূড়ান্ত গেজেট প্রকাশ করা হবে।

উল্লেখ্য, গত ১০ আগস্ট পর্যন্ত ৮৩টি আসন নিয়ে ১ হাজার ৭৬০টি দাবি-আপত্তি জমা পড়ে ইসিতে। এসব নিষ্পত্তির মাধ্যমেই সংসদীয় আসনের চূড়ান্ত সীমানা নির্ধারণ করবে নির্বাচন কমিশন।

মন্তব্য লিখুন

আরও খবর