• জাতীয়
  • সুষ্ঠু নির্বাচন আয়োজনের ব্যাপারে ওয়াদাবদ্ধ : সিইসি

সুষ্ঠু নির্বাচন আয়োজনের ব্যাপারে ওয়াদাবদ্ধ : সিইসি

৬:৩২ পূর্বাহ্ণ , ১৯ নভেম্বর ২০২৫
সুষ্ঠু নির্বাচন আয়োজনের ব্যাপারে ওয়াদাবদ্ধ : সিইসি

সীমান্ত টিভি নিউজ ডেস্ক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা সব দলের অঙ্গীকার, আর নির্বাচন কমিশনও জনগণকে সুষ্ঠু নির্বাচন উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

বুধবার নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে তিনি এসব মন্তব্য করেন। এসময় তিনি আসন্ন জাতীয় নির্বাচন সফল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব রাজনৈতিক দলের সহযোগিতা এবং নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানান।

সিইসি নাসির উদ্দিন বলেন, নির্বাচনী আচরণবিধি প্রতিপালন সবার জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। কমিশনের প্রত্যাশা—সব রাজনৈতিক দল তাদের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী আচরণবিধি মেনে চলবে। তিনি আরও বলেন, সুষ্ঠু ভোটের জন্য আইনের শাসন প্রতিষ্ঠা অপরিহার্য, আর এর মূল শর্ত হচ্ছে আচরণবিধি যথাযথভাবে অনুসরণ করা।

সিইসি মনে করেন, একটি নির্বাচন সফল করার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রাজনৈতিক দলগুলোর। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেয়ে রাজনৈতিক দলগুলোর আন্তরিকতা নির্বাচনকে বেশি প্রভাবিত করে। দলগুলো দায়িত্বশীলভাবে কাজ করলে নির্বাচন কমিশনের ওপর অতিরিক্ত চাপ পড়ে না।

এ ছাড়া ভোটকেন্দ্রে ভোটারের উপস্থিতি বাড়াতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতারও আহ্বান জানান তিনি। নিজস্ব কর্মীদের মাধ্যমে দলগুলো ভোটারদের কেন্দ্রে আনতে ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন সিইসি।

মন্তব্য লিখুন

আরও খবর