• বিনোদন
  • সেরা তরুণ অভিনেতা হিসেবে ‘লাবণ্য অ্যাওয়ার্ড ২০২৫’ সম্মাননায় ভূষিত শেখ ফরিদ পলক

সেরা তরুণ অভিনেতা হিসেবে ‘লাবণ্য অ্যাওয়ার্ড ২০২৫’ সম্মাননায় ভূষিত শেখ ফরিদ পলক

৪:১৬ অপরাহ্ণ , ২৭ মে ২০২৫

সীমান্ত টিভি বিনোদন ডেস্ক: বিভিন্ন সময়ে চমকপ্রদ সব কাজ নিয়ে দর্শক মহলে প্রশংসায় এবং আলোচনায় থাকেন তরুণ প্রজন্মের জনপ্রিয় অভিনেতা শেখ ফরিদ পলক। সৃজনশীল ও মনমুগ্ধকর অভিনয়ের জন্য এবার ‘লাবণ্য অ্যাওয়ার্ড ২০২৫’-এ সেরা তরুণ অভিনেতা হিসেবে মিডিয়া ক্যাটাগরিতে সম্মাননায় ভূষিত হয়েছেন এই প্রতিভাবান অভিনেতা।

শুক্রবার (২৩ মে) রাজধানীর সেগুনবাগিচায় কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা অডিটরিয়ামে পলক’কে এই সম্মাননা তুলে দেন জাজ মাল্টিমিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা আলি মোল্লা খোকন, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সনি রহমান, বাংলাদেশ প্রতিদিনের সাব-এডিটর লেখক ও উপস্থাপক পান্থ আফজাল, লাবণ্য মিডিয়া হাউজ এর চেয়ারম্যান হেদায়েত উল্লাহ তুর্কি ও ব্যবস্থাপনা পরিচালক স্নিগ্ধা হোসাইন প্রিয়া।

পলক বলেন, যেকোনো প্রাপ্তি নিশ্চয়ই আনন্দের ও সম্মানের। কাজের স্বীকৃতি পেলে সেটি আরও অনুপ্রেরণার উৎস হয়ে দাঁড়ায়। এ অ্যাওয়ার্ডটা আসলে আমার সে সমস্ত ভালোবাসার মানুষদের যারা প্রতিটি সুসময় ও দুঃসময়ে আমার পাশে থাকেন। দর্শকের ভালোবাসা নিয়ে জীবনের শেষ দিন পর্যন্ত কাজ করে যেতে চাই। সবাই আমার জন্য দোয়া রাখবেন।

এ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আজীবন সম্মানা প্রদান করা হয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী আনোয়ারা বেগম ও বিশেষ সম্মানা প্রদান করা হয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী রোজিনা’কে। এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে সম্মানা প্রদান করা হয় দেশের জনপ্রিয় চিত্রনায়িকা পলি, রাজ রিপা, আঁখি চৌধুরী, জান্নাত আফরিন সহ জনপ্রিয় ইনফ্লুয়েন্সার বারিশা হক, লায়লা, মিস ওয়ার্ল্ড অনন্যা অনু ও তারকা হেয়ার স্টাইলিস্ট আক্তার আলী প্রমুখ।

মন্তব্য লিখুন

আরও খবর