• জাতীয়
  • হাসিনার বিচার ছাড়া কোনো নির্বাচন হতে পারে না: প্রাণিসম্পদ উপদেষ্টা

হাসিনার বিচার ছাড়া কোনো নির্বাচন হতে পারে না: প্রাণিসম্পদ উপদেষ্টা

৬:৩০ পূর্বাহ্ণ , ৩ আগস্ট ২০২৫
হাসিনার বিচার ছাড়া কোনো নির্বাচন হতে পারে না: প্রাণিসম্পদ উপদেষ্টা

সীমান্ত টিভি নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, শেখ হাসিনার বিচার ছাড়া দেশে কোনো নির্বাচন হতে পারে না। তিনি আরও উল্লেখ করেন, এই বিচার এদেশের মাটিতেই হতে হবে।

শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘ওয়ারিয়র্স অব জুলাই’ আয়োজিত ‘স্যালুট টু জুলাই ওয়ারিয়র্স’ শীর্ষক এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

ফরিদা আখতার বলেন, “বর্তমান অন্তর্বর্তী সরকার কোনোভাবেই বিচারপ্রক্রিয়া অন্য কোনো সরকারের ওপর ছেড়ে দিতে পারে না। যারা মাঠে আন্দোলন করছেন, তাদের কারণেই আমরা এই জায়গায় এসেছি। আমরা আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকবো।

তিনি আরও বলেন, “শুধু সরকার পরিবর্তন করে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভব নয়। সংবিধান ও রাষ্ট্র কাঠামোর ভেতরে ফ্যাসিবাদ এখনো বহাল রয়েছে। সেক্ষেত্রে প্রকৃত পরিবর্তনের জন্য রাষ্ট্র ও সংবিধানের সংস্কার অপরিহার্য।

অনুষ্ঠানে প্রাণিসম্পদ উপদেষ্টা আরও বলেন, ফ্যাসিবাদ নানা রূপে দেশে বিরাজ করছে। একে মোকাবিলা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে রাস্তায় নামতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি অভিযোগ করেন, “বিভিন্ন রাজনৈতিক দলের কিছু নেতা ক্ষমতাসীনদের দোসরদের কাছ থেকে অর্থ গ্রহণ করে আন্দোলনের আদর্শ ক্ষুণ্ন করছেন।

তিনি বলেন, জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের মর্যাদা যেন কিছু দুর্নীতিপরায়ণ ব্যক্তি ধ্বংস করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা বলেন, আহত জুলাই যোদ্ধাদের চিকিৎসা নিয়ে সরকারের দায়িত্বহীনতা স্পষ্ট। আমরা আর কোনোভাবে ফ্যাসিবাদের প্রত্যাবর্তন হতে দেব না।

অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেন, দেশে সুশাসন প্রতিষ্ঠার জন্য একটি গ্রহণযোগ্য ও প্রতিনিধিত্বমূলক নির্বাচিত সরকার প্রয়োজন।

এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, “পরাজিত শক্তি বিদেশে বসে দেশীয় দোসরদের সহযোগিতায় দেশে অস্থিরতা সৃষ্টি করতে চাচ্ছে। তাই সবাইকে সচেতন থাকতে হবে।

অনুষ্ঠানে আহত জুলাই যোদ্ধাদের হাতে শিক্ষাবৃত্তি তুলে দেওয়া হয় এবং ৫০ জন আহতকে অটোরিকশা প্রদানের ঘোষণা দেওয়া হয়।