• জাতীয়
  • ৪ ডিআইজিকে বাধ্যতামূলক অবসর দিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়

৪ ডিআইজিকে বাধ্যতামূলক অবসর দিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়

১২:৩৫ অপরাহ্ণ , ২৩ ফেব্রুয়ারি ২০২৫
৪ ডিআইজিকে বাধ্যতামূলক অবসর দিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়

সীমান্ত টিভি নিউজ ডেস্ক: পুলিশের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) পদের ৪ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপনে তাঁদের বাধ্যতামূলক অবসর দেওয়া হয়।

অবসরে পাঠানো ৪ জন হলেন- এন্টি টেররিজম ইউনিট কর্মরত ডিআইজি মো. নিশারুল আরিফ, নৌ পুলিশের কর্মরত ডিআইজি মো. আব্দুল কুদ্দুছ আমিন, হাইওয়ে পুলিশে কর্মরত ডিআইজি মো. আজাদ মিয়া, এনডিসি ও আমেনা বেগম।

এতে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন)-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে এই চারজনকে অবসর প্রদান করা হলো।
তারা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি প্রাপ্য হবেন। জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।