
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: টেকসই ঋণ ব্যবস্থাপনাকে বাধাগ্রস্ত করতে পারে এমন অপ্রয়োজনীয় বড় প্রকল্প অনুমোদন থেকে বিরত থাকতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন সাবেক গভর্নর ও অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
শুক্রবার গাজীপুরে ‘নেভিগেটিং পাবলিক ডেট ইন বাংলাদেশ’ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বড় প্রকল্প অনুমোদনের আগে দেখতে হবে সেটির যৌক্তিকতা, বাস্তবায়নযোগ্যতা এবং দীর্ঘমেয়াদে তা কতটা সুফল বয়ে আনবে।”
তিনি আরও বলেন, “ঋণ ব্যবস্থাপনা শুধু সরকারের নয়, বরং কর্পোরেট খাত, বাংলাদেশ ব্যাংক, বন্ড মার্কেট এবং বেসরকারি খাতের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন।”
ড. সালেহউদ্দিন বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার প্রেক্ষাপটে রাজস্ব স্থিতিশীলতা বজায় রাখতে এবং রিয়েল-টাইম ডেটা ব্যবস্থাপনার গুরুত্বও তুলে ধরেন। তিনি বলেন, “প্রাতিষ্ঠানিক আন্তঃসংযোগ ও সময়োপযোগী তথ্য বিনিময় নিশ্চিত করাই এখন বড় চ্যালেঞ্জ।”
কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয় বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী। সভাপতিত্ব করেন অর্থ বিভাগের সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদার।
ড. আনিসুজ্জামান বলেন, সরকারি ঋণ ব্যবস্থাপনায় সাফল্যের জন্য মন্ত্রণালয় ও দপ্তরগুলোর মধ্যে কার্যকর সমন্বয় জরুরি। অর্থ সচিব জানান, বৈদেশিক ঋণের সুযোগ কমে আসায় অভ্যন্তরীণ উৎসের ওপর নির্ভরতা বাড়ানো দরকার, সেই সঙ্গে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে আরও বেশি বিশেষজ্ঞ তৈরি করতে হবে।
অর্থ বিভাগের উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় প্রেজেন্টেশন উপস্থাপন করেন ট্রেজারি ও ঋণ ব্যবস্থাপনা অনুবিভাগের অতিরিক্ত সচিব হাসান খালেদ ফয়সাল, যুগ্ম-সচিব মোহাম্মদ রাশেদুল আমিন, উপ-সচিব ফরিদ আহমেদ এবং আইএমএফ-এর অর্থনীতিবিদ অরিন্দম রায়।
মডারেটর হিসেবে বক্তব্য দেন বাজেট ও সামষ্টিক অর্থনীতির অতিরিক্ত সচিব সিরাজুন নূর চৌধুরী এবং অতিরিক্ত সচিব ড. জিয়াউল আবেদীন।
কর্মশালায় অর্থ বিভাগ, ইআরডি, জাতীয় সঞ্চয় অধিদপ্তর, বাংলাদেশ ব্যাংক ও বিশ্বব্যাংকের প্রায় ৭৫ জন কর্মকর্তা অংশ নেন।
সূত্র: বাসস


মন্তব্য লিখুন
আরও খবর
ইলেকশন হবে ইনশাআল্লাহ, কোনো শঙ্কা নেই: সিইসি
ইলেকশন হবে ইনশাআল্লাহ, কোনো শঙ্কা নেই:...
ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় মামলা, ছয়জন গ্রেপ্তার
ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় মামলা, ছয়জন...
হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক গ্রেফতার
হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক...
শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন
শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টার...
প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি-জামায়াত-এনসিপির জরুরি বৈঠক
প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি-জামায়াত-এনসিপির জরুরি বৈঠক
মধ্যরাতে সিলেটে মাত্র ৫ মিনিটের ব্যবধানে দুইবার ভূমিকম্প...
মধ্যরাতে সিলেটে মাত্র ৫ মিনিটের ব্যবধানে...