
সীমান্ত টিভি প্রতিবেদক: আগামী ৪ এপ্রিল ব্যাংককে অনুষ্ঠিত হতে যাচ্ছে বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোট বিমসটেক শীর্ষ সম্মেলন। এতে অংশ নেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আজ (১১ জানুয়ারি) সকালে গুলশান-২-এ বিমসটেক সম্মেলন নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে সংস্থাটির মহাসচিব ইন্দ্র মনি পান্ডে এ তথ্য নিশ্চিত করেন। ৪ এপ্রিল ব্যাংককে বিমসটেক শীর্ষ বৈঠকে অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদির সাক্ষাৎ হবে। তবে এটি দ্বিপাক্ষিক বৈঠকে রূপ নেবে কি না, তা নির্ভর করছে দুই দেশের সিদ্ধান্তের ওপর।
যদিও ঢাকা-দিল্লি শীর্ষ বৈঠকের বিষয়ে বিমসটেক মহাসচিব নিশ্চিত কোনো তথ্য দেননি, তবে প্রধান উপদেষ্টার ব্যাংকক সফরের বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, “এখনও বেশ কিছুটা সময় বাকি আছে। কোনো কিছু চূড়ান্তভাবে বলা যাচ্ছে না। তবে বিমসটেক শীর্ষ সম্মেলনে প্রধান উপদেষ্টা যোগ দেবেন, এটা নিশ্চিত।”
এর আগে, গত বছর সেপ্টেম্বরে বিমসটেক সম্মেলন হওয়ার কথা থাকলেও থাইল্যান্ডের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতার কারণে তা স্থগিত হয়ে যায়। তখন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ড. ইউনূসের প্রথম বিদেশ সফরের জন্য প্রস্তুতি নেওয়া হয়েছিল। সেসময়ও প্রধান উপদেষ্টা ও ভারতের প্রধানমন্ত্রীর মধ্যে বৈঠকের সম্ভাবনার কথা বলা হয়েছিল।
বিমসটেক সম্মেলন স্থগিত হওয়ার পর জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে ড. ইউনূস-মোদি বৈঠকের সম্ভাবনা তৈরি হয়েছিল। তবে প্রায় একই সময়ে যুক্তরাষ্ট্র সফরে গেলেও নরেন্দ্র মোদির সঙ্গে তার সাক্ষাৎ হয়নি। তখন পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছিলেন, মূলত এ দুই নেতা একই সময়ে নিউইয়র্কে উপস্থিত না থাকায় তাদের সাক্ষাৎ সম্ভব হয়নি।
বিমসটেক মহাসচিব ইন্দ্র মনি পান্ডে ব্রিফিংয়ে আরও বলেন, কোনোভাবেই চীন বা পাকিস্তানের বিরুদ্ধে কোনো প্ল্যাটফর্ম নয়। এছাড়া, আসন্ন শীর্ষ সম্মেলনে বাংলাদেশ বিমসটেক সভাপতি দেশ হতে যাচ্ছে বলেও তিনি জানান।
মন্তব্য লিখুন
আরও খবর
আটাবের প্রশাসক হলেন মোতাকাব্বীর আহমেদ
আটাবের প্রশাসক হলেন মোতাকাব্বীর আহমেদ
আটাবের পরিচালনা পর্ষদ বাতিল করে প্রশাসক নিয়োগ
আটাবের পরিচালনা পর্ষদ বাতিল করে প্রশাসক...
সমালোচনার পাশাপাশি ভালো দিকগুলোও দেখতে হবে : অর্থ...
সমালোচনার পাশাপাশি ভালো দিকগুলোও দেখতে হবে...
জুলাই ঘোষণাপত্র ঘিরে ৮ জোড়া ট্রেন ভাড়া, ঢাকামুখী...
জুলাই ঘোষণাপত্র ঘিরে ৮ জোড়া ট্রেন...
চার বিভাগে ভারি থেকে অতিভারি বর্ষণের সম্ভাবনা
চার বিভাগে ভারি থেকে অতিভারি বর্ষণের...
হাসিনার বিচার ছাড়া কোনো নির্বাচন হতে পারে না:...
হাসিনার বিচার ছাড়া কোনো নির্বাচন হতে...