সীমান্ত টিভি নিউজ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে সেনাবাহিনীসহ সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)।
রবিবার (১৯ অক্টোবর) দুপুরে ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে এ গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। এসময় অন্য চার নির্বাচন কমিশনার, ইসির সিনিয়র সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত থাকবেন।
ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়েছে, বৈঠকটির বিষয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ভোটকেন্দ্র ও নির্বাচনি এলাকার আইনশৃঙ্খলা রক্ষা, সমন্বয় ও প্রাক-প্রস্তুতিমূলক সভা।
বৈঠকে অংশ নেবেন সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রধানগণ, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার, পুলিশের আইজিপি, বিজিবি, কোস্টগার্ড, আনসার ও ভিডিপি, র্যাব, ডিজিএফআই, এনএসআই ও এনটিএমসির মহাপরিচালকসহ সংশ্লিষ্ট সংস্থার শীর্ষ কর্মকর্তারা।
ইসি সূত্রে জানা গেছে, বৈঠকে নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে এক ডজনের বেশি চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে আলোচনা হবে। এর মধ্যে প্রধান বিষয়গুলো হলো
ভোটকেন্দ্র ও কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিতকরণ
নির্বাচনি এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা
সংখ্যালঘু ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা
আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে কার্যকর সমন্বয়
অবৈধ অস্ত্র ও অনুপ্রবেশ রোধ
বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের নিরাপত্তা
সামাজিক মাধ্যমে ভুয়া তথ্য প্রতিরোধ কৌশল
পোস্টাল ভোটিংয়ের ব্যবস্থাপনা
সশস্ত্র বাহিনীর মোতায়েন পরিকল্পনা
পার্বত্য ও দুর্গম এলাকায় দ্রব্য পরিবহন নিরাপত্তা
হেলিকপ্টার সহায়তা ও ড্রোন ব্যবহারে নির্দেশনা
ইসি সূত্র আরও জানিয়েছে, ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই লক্ষ্যে সব প্রস্তুতি দ্রুত চূড়ান্ত করা হচ্ছে। সম্ভাব্যভাবে আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে।
অ্যাসাইনমেন্ট এডিটর: মাহাথীর খান ফারুকী, অনলাইন এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি