সীমান্ত টিভি নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানের দায়ে ৩৯ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। শনিবার (২ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে একটি চার্টার্ড ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিষয়টি নিশ্চিত করেছে ইমিগ্রেশন পুলিশ।
প্রত্যাবাসনপ্রাপ্ত বাংলাদেশিদের সঙ্গে মানবিক আচরণ করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এর আগে, শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার ও কল্যাণ অনুবিভাগ এক বার্তায় জানায়, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর একটি বিমানে করে ৬১ বাংলাদেশিকে ফেরত পাঠানোর কথা রয়েছে। তবে শেষ পর্যন্ত দেশে ফিরেছেন ৩৯ জন।
উল্লেখ্য, এর আগেও বিভিন্ন সময় যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানকারী ১১৮ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন দায়িত্ব নেওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া জোরদার করা হয়। সেই ধারাবাহিকতায় বাংলাদেশি নাগরিকদেরও নিয়মিত ফেরত পাঠানো হচ্ছে।
অ্যাসাইনমেন্ট এডিটর: মাহাথীর খান ফারুকী, অনলাইন এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি