সীমান্ত টিভি বিনোদন: চিত্রনায়িকা নাসরিন আক্তার নিপুণকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাজ্যের উদ্দেশে যাত্রাকালে তাকে ইমিগ্রেশন পুলিশ পাসপোর্ট অফলোড করে ।
জাতীয় গোয়েন্দা সংস্থার আপত্তির ভিত্তিতে তাকে ইমিগ্রেশন পুলিশ বিমান থেকে নামিয়ে দেয়। ৫ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে নিপুণ গণমাধ্যম থেকে দূরে ছিলেন। বিভিন্ন মহলে গুঞ্জন ছিল, আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় থাকায় তিনি গ্রেফতার আতঙ্কে দেশ ছেড়েছেন। তবে তার ফ্লাইট বাতিলের ঘটনায় নতুন করে আলোচনা শুরু হয়েছে।
হেড অফ নিউজ: মাহাথীর খান ফারুকী, অ্যাসাইনমেন্ট এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি