
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে কারাবন্দীদের একটি তালিকা তৈরি করে তা সংরক্ষণ করা হবে ‘জুলাই জাদুঘরে’।
বুধবার (৬ আগস্ট) বিকেলে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে অনুষ্ঠিত ‘জুলাই কারাবন্দীদের স্মৃতিচারণ’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সভার আয়োজন করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।
আসিফ নজরুল বলেন, “গণঅভ্যুত্থানের পর অভ্যুত্থানকারীদের মধ্যে বিভাজনের অপচেষ্টা চালানো হচ্ছে। আমাদের মধ্যে বিভেদ, বিবাদ বা ঝগড়া সৃষ্টির উদ্দেশ্যে আমরা অভ্যুত্থান করিনি। বরং আমরা অন্যায়ের বিরুদ্ধে এক হয়ে দাঁড়িয়েছিলাম।
তিনি আরও বলেন, ধর্ম, বর্ণ, গোত্র বা রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে আমরা মানুষ হিসেবে একে অপরের পাশে দাঁড়িয়েছিলাম। অভ্যুত্থানের পূর্বে আমাদের মধ্যে ছিল পারস্পরিক শ্রদ্ধা। দুর্ভাগ্যজনকভাবে আজ সেই ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা হচ্ছে।
আসিফ নজরুল বলেন, জুলাইকে আমাদের হৃদয়ে চিরস্থায়ী করে রাখতে হবে। শহীদদের স্মৃতি এবং যারা শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন—তাদের আমরা যেন ভুলে না যাই, সেটাই আমাদের প্রধান দায়িত্ব।”
আলোচনা সভায় আরও বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সদস্য সচিব আখতার হোসেন, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ভূঁইয়া, জামায়াতে ইসলামীর সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার এবং গণঅধিকার পরিষদের (একাংশ) সভাপতি নুরুল হক নুর।
সূত্র: বাসস
মন্তব্য লিখুন
আরও খবর
উপদেষ্টা পরিষদের বৈঠকে সচিবালয়ে প্রধান উপদেষ্টা
উপদেষ্টা পরিষদের বৈঠকে সচিবালয়ে প্রধান উপদেষ্টা
ঐতিহাসিক জুলাই ঘোষণা গণতন্ত্র উত্তরণের পথকে সুগম করবে...
ঐতিহাসিক জুলাই ঘোষণা গণতন্ত্র উত্তরণের পথকে...
গণতান্ত্রিক, মানবিক ও বৈষম্যহীন রাষ্ট্র গড়ার আহ্বান প্রধান...
গণতান্ত্রিক, মানবিক ও বৈষম্যহীন রাষ্ট্র গড়ার...
ঐতিহাসিক ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস আজ
ঐতিহাসিক ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস আজ
আটাবের প্রশাসক হলেন মোতাকাব্বীর আহমেদ
আটাবের প্রশাসক হলেন মোতাকাব্বীর আহমেদ
আটাবের পরিচালনা পর্ষদ বাতিল করে প্রশাসক নিয়োগ
আটাবের পরিচালনা পর্ষদ বাতিল করে প্রশাসক...