সীমান্ত টিভি বিনোদন ডেস্ক: ফ্ল্যাশটকবিডি’ ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে অশ্লীল কনটেন্ট নির্মাণের অভিযোগে লিগ্যাল নোটিশ, অনলাইনভিত্তিক জনপ্রিয় ইউটিউব চ্যানেল ‘ফ্ল্যাশটকবিডি’ এবং এর উপস্থাপিকা তমা রশিদের বিরুদ্ধে অশ্লীল ও কুরুচিপূর্ণ কনটেন্ট নির্মাণের অভিযোগে একটি লিগ্যাল নোটিশ প্রদান করা হয়েছে।
বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ওবাইদুল্যাহ আল মামুন এই নোটিশ প্রদান করেন। তিনি অভিযোগ করেন, চ্যানেলটি অতিরিক্ত ভিউ এবং আলোচনার জন্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে অশালীন ও অশ্রাব্য ভাষা ব্যবহার করে অনুষ্ঠান প্রচার করছে, যা দেশের সামাজিক, পারিবারিক ও ধর্মীয় মূল্যবোধে নেতিবাচক প্রভাব ফেলছে।
নোটিশে উল্লেখ করা হয়, ভবিষ্যতে এ ধরনের অশ্লীল কনটেন্ট নির্মাণ থেকে বিরত থাকতে হবে এবং ইতিমধ্যে প্রকাশিত অশ্লীল ভিডিওসমূহ সামাজিক মাধ্যম থেকে সরিয়ে নিতে হবে। অন্যথায়, রাষ্ট্রের প্রচলিত আইন ও নীতিমালা লঙ্ঘনের অভিযোগে উপস্থাপিকা তমা রশিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাংলাদেশের ঐতিহ্যবাহী সামাজিক সংস্কৃতি রক্ষার স্বার্থে এসব কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানিয়ে তিনি বলেন, আমি একজন সুপ্রিম কোর্টের আইনজীবী ও দেশের একজন সচেতন নাগরিক হিসেবে তমা রশিদের এমন কার্যকলাপের বিরুদ্ধে আজকের এই নোটিশ প্রদান করছি। যাতে তিনি ভবিষ্যতে আর কোনোভাবেই অশ্লীল শব্দচয়নের মাধ্যমে অনুষ্ঠান পরিচালনা করতে না পারেন।
অ্যাসাইনমেন্ট এডিটর: মাহাথীর খান ফারুকী, অনলাইন এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি