• জাতীয়
  • আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের জরুরি বৈঠক প্রধান উপদেষ্টার

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের জরুরি বৈঠক প্রধান উপদেষ্টার

৬:৩৬ পূর্বাহ্ণ , ২১ মে ২০২৫
আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক প্রধান উপদেষ্টার

সীমান্ত টিভি নিউজ ডেস্ক: রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গতকাল মঙ্গলবার দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় এক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধান উপদেষ্টা রাজধানীসহ সারা দেশে স্থিতিশীল নিরাপত্তা পরিস্থিতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান।

বৈঠকে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনসহ অন্যা জ্যেষ্ঠ কর্মকর্তারা যোগ দেন। বৈঠকে দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করা হয়। জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তারা এ বিষয়ে প্রতিবেদন উপস্থাপন করেন। প্রধান উপদেষ্টা কয়েকটি আলোচিত ঘটনার ক্ষেত্রে নিরাপত্তা বাহিনীর প্রচেষ্টার প্রশংসা করেন।