সীমান্ত টিভি নিউজ ডেস্ক: আ. লীগের আপাতত নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ (১৯ ফেব্রুয়ারি) সকালে, আদমজী ক্যান্টনমেন্ট কলেজে তারুণ্যের উৎসবে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
আসিফ মাহমুদ আরো বলেন একইসাথে আওয়ামী লীগকে সামাজিক ও আদর্শিকভাবেও নিষিদ্ধ করা হবে। আওয়ামী ফ্যাসিবাদের মত দলকে শুধু নিষিদ্ধই না নির্মূল করা উচিত।
এসময় কুয়েটে হামলার ঘটনায় নিন্দা জানিয়ে সজীব ভূঁইয়া বলেন, ‘এ হামলায় যেই জড়িত থাকুক সকলকে আইনের আওতায় আনা হবে।’
এছাড়া স্বায়ত্ত শাসিত বিশ্ববিদ্যালয়গুলোর প্রশাসনকে প্রতি দ্রুত ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের আহ্বান জানান অন্তর্বর্তী সরকারের এ উপদেষ্টা। দেশকে এগিয়ে নিতে তরুণদের শক্তি অন্তর্বর্তী সরকার কাজে লাগাতে চায় বলেও জানান আসিফ মাহমুদ। এসময় নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণদের সক্রিয় অংশ গ্রহণের আহ্বান জানান যুব ক্রীড়া উপদেষ্টা।
অ্যাসাইনমেন্ট এডিটর: মাহাথীর খান ফারুকী, অনলাইন এডিটর: শাহীন আলম জয়
ঢাকা অফিস: ৪২-৪৩ (ট্রেজার আইল্যান্ড) সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, শান্তিনগর ঢাকা-১২১৭। ফোন:+৮৮০১৭১১-০৪০২০৮
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি