সীমান্ত টিভি নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ডেভিল হান্ট অভিযানে আপেল মিয়া (৩৬) এবং গোলাম আহম্মদ (৬০) নামে দুই আওয়ামীলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে পৃথক অভিযান পরিচালনা করে দুপুরে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আপেল মিয়া উপজেলার মনিয়ন্ধ ইউনিয়নের মনিয়ন্ধ গ্রামের আব্দু মিয়ার ছেলে সাবেক মেম্বার ও ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য, গোলাম আহম্মদ পৌরশহরের শান্তিনগর গ্রামের ইউসুফ আলীর ছেলে ও ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে উপজেলার মনিয়ন্ধ ইউনিয়ন ও পৌরশহরের শান্তিনগর এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেফতারকৃতরা বিস্ফোরক আইনের মামলার এজহার ভুক্ত ও তদন্তেপ্রাপ্ত আসামী। আখাউড়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ ছমি উদ্দিন জানান, গ্রেফতারকৃত আসামীদের নাশকতা মামলায় আদালতে সোর্পদ করা হয়েছে
অ্যাসাইনমেন্ট এডিটর: মাহাথীর খান ফারুকী, অনলাইন এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি