সীমান্ত টিভি নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তিন নারীর চুল কাটার ঘটনায় সুমন দাস নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৪ এপ্রিল) দুপুর তিনটার দিকে পৌর এলাকার মসজিদপাড়ার ভাড়া বাড়ি থেকে সুমনকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে আখাউড়া থানার অফিসার ইনচার্জ মো. ছমিউদ্দিন, রবিবার ঘটনার পরপরই তাকে ধরতে অভিযান চালানো হয়। কৌশলে সোমবার দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়।
ওসি জানান, ঘটনার সঙ্গে জড়িত রাব্বিসহ আরো কয়েকজনের নাম পাওয়া গেছে। তাদেরকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। ভুক্তভোগীদের পক্ষে অভিযোগ দিলে সে অনুযায়ি আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রবিবার রাতে তিন নারী সড়ক বাজারে একটি দোকানে চুরি করে। তাদেরকে হাতেনাতে ধরা হয়। তাদের কাছ থেকে চোরাই পণ্যও উদ্ধার করা হয়। এক পর্যায়ে লোকজন উত্তেজিত হয়ে তাদেরকে আটকে রাখে।
প্রথমে আটকে রাখাদের মারধর করা হয়। এক পর্যায়ে সুমন দাস নামে ওই যুবক এক নারীর চুল কেটে দেয়। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মাঝে ক্ষোভ দেখা দেয়।
অ্যাসাইনমেন্ট এডিটর: মাহাথীর খান ফারুকী, অনলাইন এডিটর: শাহীন আলম জয়
ঢাকা অফিস: ৪২-৪৩ (ট্রেজার আইল্যান্ড) সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, শান্তিনগর ঢাকা-১২১৭। ফোন:+৮৮০১৭১১-০৪০২০৮
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি