শাহাবউদ্দিন আহমেদ আখাউড়া প্রতিবেক: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রিন্ট ও টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) বিকালে পৌর শহরের প্রেসক্লাব কার্যালয়ে এক সভায় এই সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। সভায় সভাপতিত্ব করেন আখাউড়া প্রেসক্লাবের সভাপতি মো. মানিক মিয়া।
সভায় সর্বসম্মতিক্রমে দুই বছর মেয়াদী ১৭ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। কমিটিতে দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশনের আখাউড়া প্রতিনিধি মহিউদ্দিন মিশুকে সভাপতি এবং দৈনিক ভোরের দর্পণ ও জি টিভির আখাউড়া প্রতিনিধি জুনায়েদ হোসেন পলককে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
কমিটির অন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছেন:
"সিনিয়র সহ-সভাপতি: জুটন বনিক (নাগরিক টিভি) সহ-সভাপতি: মুহাম্মদ রাকিবুল ইসলাম (দৈনিক সংগ্রাম), নুরুন্নবী ভুইয়া (নয়াদিগন্ত ও এশিয়ান টিভি)
"যুগ্ম সাধারণ সম্পাদক: মো. ময়নাল হক ভুইয়া (ইনকিলাব)
সহ-সাধারণ সম্পাদক: শামীম আহমেদ (মানবকণ্ঠ)
"সাংগঠনিক সম্পাদক: মো. রাসেল মিয়া (আমার দেশ)
"অর্থ সম্পাদক: জহিরুল ইসলাম সাগর (চ্যানেল এস)
"দপ্তর সম্পাদক: মোশারফ হোসেন (মোহনা টিভি)
"সাহিত্য ও প্রকাশনা সম্পাদক: শেখ মনির হোসেন নিজাম (দৈনিক ঢাকা)
"প্রচার সম্পাদক: মো. ইসমাইল হোসেন (দৈনিক জনবানী)
"কার্যকরী সদস্যরা হলেন:
মো. মানিক মিয়া (সংবাদ), বিশ্বজিৎ পাল বাবু (কালের কণ্ঠ), আনিছুর রহমান (আলোকিত সকাল), সফিকুল ইসলাম খান (দেশবার্তা) ও আশীষ সাহা (দেশকাল)
অ্যাসাইনমেন্ট এডিটর: মাহাথীর খান ফারুকী, অনলাইন এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি