শাহাবউদ্দিন আহমেদ আখাউড়া সংবাদদাতা: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তিতাস নদীর চরে গরু চড়াতে গিয়ে পশুর গুঁতোয় ইয়াদ মোল্লা খাদেম (৬৫) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) বেলা ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াদ মোল্লা আখাউড়া পৌরশহরের খড়মপুর এলাকার বাসিন্দা।
তবে মৃত্যুর ঘটনায় ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া গেছে। পরিবারের দাবি, মহিষের গুঁতোয় তার মৃত্যু হয়েছে, আবার কেউ কেউ বলছেন, নিজের পালিত ষাঁড়ের গুঁতোতেই তার প্রাণহানি ঘটেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ইয়াদ মোল্লা খাদেম দীর্ঘদিন ধরে গরু লালনপালন করতেন। শুক্রবার সকালে তিনি গরু চড়াতে যান। দুপুর আড়াইটা থেকে ৩টার মধ্যে কোনো এক পশুর গুঁতোয় গুরুতর আহত হয়ে অতিরিক্ত রক্তক্ষরণে তিনি মারা যান। এ সময় ঘটনাস্থলে কেউ উপস্থিত ছিল না। খবর পেয়ে পরিবারের সদস্যরা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে গেছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে
অ্যাসাইনমেন্ট এডিটর: মাহাথীর খান ফারুকী, অনলাইন এডিটর: শাহীন আলম জয়
ঢাকা অফিস: ৪২-৪৩ (ট্রেজার আইল্যান্ড) সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, শান্তিনগর ঢাকা-১২১৭। ফোন:+৮৮০১৭১১-০৪০২০৮
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি