শাহাবউদ্দিন আহমেদ, আখাউড়া প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিজ ঘরে এক নিঃসঙ্গ যুবকের পচাগলা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দীর্ঘদিন কেউ খোঁজ না নেওয়ায় অজ্ঞাত দিন আগে মারা গেলেও তা প্রকাশ্যে আসেনি। অবশেষে শনিবার ৩মে ২০২৫ইং সকাল থেকেই ঘরের ভিতর থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে প্রতিবেশীরা বিষয়টি টের পান এবং পুলিশে খবর দেন। নিহত যুবকের নাম তোফাজ্জল মিয়া (৩৫)। তিনি উপজেলার দেবগ্রামের মধ্যপাড়ার মৃত ইদ্রিস মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, তোফাজ্জল মিয়া দীর্ঘদিন ধরে একাকী ও নিঃসঙ্গ জীবন কাটাচ্ছিলেন। তার মা-বাবা ও ভাই-বোনদের কেউ জীবিত নেই। চার বোনের মধ্যে তিনজনই আগেই মারা গেছেন। এই নিঃসঙ্গতা এবং অভাব-অনটনের জীবনে মানসিকভাবে ভেঙে পড়েন তোফাজ্জল। দিন কাটতো অনিয়মিত খাওয়া-দাওয়া ও নিঃসঙ্গতায়। প্রতিবেশীদের সঙ্গেও তার যোগাযোগ ছিল না বললেই চলে।
এ অবস্থায় তিনি নিজ ঘরের মেঝেতে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর খবর কেউ জানত না, যতক্ষণ না ঘর থেকে পচা গন্ধ ছড়িয়ে পড়তে শুরু করে। পরে স্থানীয়রা আখাউড়া থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমি উদ্দিন জানান, মরদেহে পচন ধরায় ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগেই তার মৃত্যু হয়েছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিঃসঙ্গ জীবনে ধীরে ধীরে বিলীন হয়ে যাওয়া তোফাজ্জলের এমন পরিণতি প্রশ্ন তুলেছে সমাজের মানবিকতার জায়গাটিতে।
অ্যাসাইনমেন্ট এডিটর: মাহাথীর খান ফারুকী, অনলাইন এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি