শাহাবউদ্দিন আহমেদ, আখাউড়া প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদক ব্যবসায়ীসহ ৯ জন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার (২৪ মে) রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। রোববার (২৫ মে) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে আখাউড়া থানা পুলিশ।
পুলিশ জানায়, শনিবার রাত পৌনে ১০টার দিকে পৌরসভার দেবগ্রাম মুন্সিবাড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১০০ পিস ইয়াবাসহ মো. মাইন উদ্দিন (৩০) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এছাড়া একই রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও ৮ জন গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিকে আটক করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন—মাইন উদ্দিন, সম্রাট মিয়া, রুহুল আমিন, আনু বেগম, মো. জয়নাল ভুইয়া, কালাম মিয়া, মো. ফোরকান মিয়া ও মোতালেব মিয়া।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ছমি উদ্দিন জানান, গ্রেপ্তারকৃতদের ব্রাহ্মণবাড়িয়া আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, মাদক ও অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
হেড অফ নিউজ: মাহাথীর খান ফারুকী, অ্যাসাইনমেন্ট এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি