শাহাবউদ্দিন আহমেদ আখাউড়া প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পৌরসভার নির্ধারিত সিএনজি ও অটোরিকশা থেকে ১৫ থেকে ২০ টাকা টোল আদায়ের সিদ্ধান্তের বিরুদ্ধে সড়ক অবরোধ করে আন্দোলনে নামে সিএনজি ও অটোরিকশাচালকরা।
জানা গেছে আখাউড়া পৌরসভার কতৃপক্ষ কিছুদিন আগে নির্দিষ্ট স্ট্যান্ডের ব্যবস্থা বা কোনো অবকাঠামো না করেই শহরের কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট থেকে পৌরটোল আদায়ের জন্য ওপেন ইজারা পদ্ধতিতে ২০-১৫ টাকা টোল নির্ধারণ করে অনুমতি প্রদান করেন। গত পহেলা বৈশাখের দিন থেকে টোল আদায় কার্যক্রম শুরু করে ঠিকাদার।
পৌর টোল আদায়ের বিরুদ্ধে আজ ১৬ই এপ্রিল সকাল ১০টা থেকে সিএনজি অটোচালকরা সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করে, তাদের এই আন্দোলনের সাথে সংহতি জানাই স্থানীয় জনসাধারণ, দুপুর ২ টা পর্যন্ত চলে এই আন্দোলন কর্মসূচি।
চালকদের মধ্যে কয়েকজন জানান, “আমরা যেখানে দাঁড়াই, সেখান থেকেই টাকা নেয়া হচ্ছে। অথচ আমাদের জন্য কোনো নির্দিষ্ট স্ট্যান্ডই নেই। ড্রাইভারদের এক্সিডেন্ট দুর্ঘটনার সময় সহযোগিতা করার জন্যও কোনো ফান্ট ট্রাস্ট-ফান্ট নেই। এটা কেমন নিয়ম?”কর্তৃপক্ষ সম্পূর্ণ অবিচার ও হয়রানি করেছে। দিন শেষে যে কয়টা টাকা রোজগার করি, তার বেশিরভাগই টোল দিতে চলে যায়। এত কষ্ট করে চালিয়ে শেষে কিছুই থাকে না।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি শান্ত রাখতে পুলিশ মোতায়েন করা হয়। পরবর্তীতে দুপুর আনুমানিক ২টার দিকে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার আশ্বাসে আন্দোলন ও সড়ক অবরোধ স্থগিত করে সিএনজি অটো রিক্সাচালকরা । চালকরা জানিয়েছেন, দাবি মানা না হলে তাঁদের এই চলমান আন্দোলন আরও কঠোর হবে।
অ্যাসাইনমেন্ট এডিটর: মাহাথীর খান ফারুকী, অনলাইন এডিটর: শাহীন আলম জয়
ঢাকা অফিস: ৪২-৪৩ (ট্রেজার আইল্যান্ড) সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, শান্তিনগর ঢাকা-১২১৭। ফোন:+৮৮০১৭১১-০৪০২০৮
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি