( শাহাবউদ্দিন আহমেদ আখাউড়া থেকে) ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া নাসরিন নবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে, স্থানীয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মানববন্ধন পালিত হয়েছে।
পৌরসভার সাবেক মেয়র তাকজিল খলিফা কাজলের বিভিন্ন অপকর্মের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত আওয়ামীপন্থী শিক্ষক আখাউড়া নাছরিন নবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কাজী ইকবালের অপসারণ চেয়ে মানববন্ধন করেছেন আখাউড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা । বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে পৌর মুক্ত মঞ্চের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন কাজী ইকবাল মাষ্টার নাসরিন নবী স্কুলের সহকারী প্রধান শিক্ষক হওয়ার কোন যোগ্যতাই রাখেন না শুধু মাত্র সাবেক মেয়র কাজলের বিশ্বস্ত হওয়ায় এবং কাজলের সকল অপকর্ম পরিচালনা করতে পারবে বিশ্বস্ততার সাথে এই যোগ্যতায় নিয়োগ পেয়েছিল। তার সমস্ত সার্টিফিকেট থার্ড ক্লাস। অতিদ্রুত তাকে অপসারণ করার জন্য উপজেলা প্রশাসনের প্রতি বিশেষ জোর দাবি জানান।
অ্যাসাইনমেন্ট এডিটর: মাহাথীর খান ফারুকী, অনলাইন এডিটর: শাহীন আলম জয়
ঢাকা অফিস: ৪২-৪৩ (ট্রেজার আইল্যান্ড) সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, শান্তিনগর ঢাকা-১২১৭। ফোন:+৮৮০১৭১১-০৪০২০৮
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি