শাহাবউদ্দিন আহমেদ আখাউড়া প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আলাউদ্দিন হায়দার (৫০) নামে পল্লী বিদ্যুৎ সমিতির এক টেকনিশিয়ানের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় হৃদয় আহমেদ (৩০) নামে আরও একজন আহত হয়েছেন।
বুধবার (৬ আগস্ট) দুপুর ৩টার দিকে আখাউড়া উপজেলার রামধননগর গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত আলাউদ্দিন হায়দার চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাসিন্দা। তিনি আখাউড়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসে গত তিন মাস ধরে চুক্তিভিত্তিক টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রামধননগর এলাকার রজব আলীর বাড়িতে নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় ফিডার লাইন চালু থাকা অবস্থায় সার্ভিস ড্রপ লাইনে হাত লাগান আলাউদ্দিন। এতে ঘটনাস্থলেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ সময় পাশে থাকা সহকারী হৃদয় আহমেদও আহত হন। তিনি সিলেটের গোয়াইনঘাট উপজেলার মৃত মাসুক মিয়ার ছেলে। বর্তমানে তিনি আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে আখাউড়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, দুর্ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
অ্যাসাইনমেন্ট এডিটর: মাহাথীর খান ফারুকী, অনলাইন এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি