শাহাবুদ্দিন আহমেদ: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চার লাখ টাকা ছিনতাই করে পালানোর সময় এক ছিনতাইকারীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে ছিনতাই করে পালানোর চেষ্টাকালে উপজেলার কর্মমঠ এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।
আটক ছিনতাইকারী ফারুক (৩৫)। মৃত ধনু ভূইয়ার পুত্র। পুলিশ সূত্রে জানা যায়, শরীফা বেগম চার লক্ষ টাকা নিয়ে অটোরিকশাযোগে তার বাবার বাড়ি ফিরছিলেন। মনিয়ন্দ কর্মমঠের ধর্মনগর এলাকায় পৌঁছালে সিএনজি অটোরিকশাযোগে কয়েকজন ছিনতাইকারী তাকে অস্ত্রের মুখে জিম্মি করে এবং তার কাছে থাকা ৪ লক্ষ টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় শরীফার চিৎকারে টহল পুলিশের একটি দল ছিনতাইকারীদের ধাওয়া করে টনকী শিকারমোড়া এলাকা থেকে ছুরিসহ ফারুককে আটক করতে সক্ষম হলেও অন্যরা পালিয়ে যায়।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছমিউদ্দিন বলেন, আটককৃত ফারুক এলাকার চিহ্নিত মাদকাসক্ত ছিনতাইকারী। এ ঘটনায় ভুক্তভোগী শরীফা বাদী হয়ে মামলা করেছেন। আটক ছিনতাইকারীকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
অ্যাসাইনমেন্ট এডিটর: মাহাথীর খান ফারুকী, অনলাইন এডিটর: শাহীন আলম জয়
ঢাকা অফিস: ৪২-৪৩ (ট্রেজার আইল্যান্ড) সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, শান্তিনগর ঢাকা-১২১৭। ফোন:+৮৮০১৭১১-০৪০২০৮
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি