মোঃদেলোয়ার হোসেন,(ব্রাহ্মণবাড়িয়া) আখাউড়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৩৬ কেজি গাঁজাসহ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ কামরুল মিয়া (৪০) ও তার সহযোগী মোঃ রাব্বি মিয়া (২৫) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি সাদা রঙের প্রাইভেটকার জব্দ করা হয়।
মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুর আড়াইটায় এক সংবাদ বিজ্ঞপতির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন,আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ছমিউদ্দিন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকাল সাড়ে সাতটায় উপজেলার পৌরশহরের কোড্ডা বাইপাসের পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে একটি প্রাইভেটকার থেকে ৩৬ কেজি গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোঃ কামরুল মিয়া আখাউড়া পৌর শহরের তারাগন গ্রামের মোঃ দানু মিয়ার ছেলে এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সহযোগী মোঃ রাব্বি মিয়া ময়মনসিংহ জেলার বানিহালা গ্রামের আব্দুল গফুরের ছেলে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ছমিউদ্দিন জানান, গাঁজা ও প্রাইভেটকার জব্দ করে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদক মামলা রুজু করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
হেড অফ নিউজ: মাহাথীর খান ফারুকী, অ্যাসাইনমেন্ট এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি