মোঃ দেলোয়ার হোসেন, আখাউড়া সংবাদদাতা: আখাউড়ায় রেলওয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে ডাকাতি মামলার আসামী, মাদককারবারী, সেবী, চোরসহ ১২ জনকে আটক করা হয়েছে। এরমধ্যে ডাকাতি মামলার আসামী একজন, মাদক কারবারী ১ জন, মাদকসেবী ৯ জন ও ১ জন চোর রয়েছে।
আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ এস,এম শফিকুল ইসলাম বলেন, রবিবার বিকেলে আসামিদের ব্রাহ্মণবাড়িয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
অ্যাসাইনমেন্ট এডিটর: মাহাথীর খান ফারুকী, অনলাইন এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি