• সারাদেশ
  • আখাউড়ায় ভূমি উন্নয়ন কর আদায়ে ৯৬ ভাগ সফলতা: ভূমি মেলায় ইউএনও

আখাউড়ায় ভূমি উন্নয়ন কর আদায়ে ৯৬ ভাগ সফলতা: ভূমি মেলায় ইউএনও

২:১০ অপরাহ্ণ , ২৭ মে ২০২৫
আখাউড়ায় ভূমি উন্নয়ন কর আদায়ে ৯৬ ভাগ সফলতা: ভূমি মেলায় ইউএনও

শাহাবউদ্দিন আহমেদ, আখাউড়া প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চলতি অর্থ বছরে ভূমি উন্নয়ন কর আদায়ে ৯৬ ভাগ সফলতা অর্জিত হয়েছে। জনগণের সচেতনতা এবং ভূমি অফিসের আন্তরিক প্রচেষ্টায় এ সাফল্য অর্জন সম্ভব হয়েছে বলে জানানো হয়।

মঙ্গলবার (২৭ মে) ভূমি মেলা উপলক্ষে আয়োজিত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই তথ্য জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জি এম রাশেদুল ইসলাম বলেন, “জনগণের অংশগ্রহণ ও আধুনিক প্রযুক্তি ব্যবহারে ভূমি সেবায় গতিশীলতা এসেছে।”

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিভিন্ন উপকারভোগীও তাদের অভিজ্ঞতা তুলে ধরেন।

গত সোমবার শুরু হওয়া দুই দিনব্যাপী ভূমি মেলায় তিনটি স্টল স্থাপন করা হয়। সেখানে অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ ও জমি সংক্রান্ত তথ্য জনগণের মাঝে ছড়িয়ে দেওয়ার কাজ করা হয়।

সমাপনী দিনে আয়োজন করা হয় কুইজ প্রতিযোগিতা। এতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জমির প্রকৃত মালিকানা দাবির জন্য ‘দলিল, দাখিলা ও দখল’—এই তিনটি বিষয় সঠিক থাকতে হবে। এর যেকোনো একটির ঘাটতি থাকলে মালিকানায় জটিলতা তৈরি হতে পারে। ভূমি উন্নয়ন কর প্রদান না করলে অন্য কেউ সুযোগ বুঝে মালিকানা দাবি করতে পারে। এটি এমন যেন, ঘর নির্মাণ করে তাতে তালা না দেওয়া। তাই ভূমি মালিকদের কর প্রদানে সচেতন থাকার আহ্বান জানানো হয়।

মন্তব্য লিখুন

আরও খবর